ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০৪ পৃষ্ঠা ৪
  • ব্যবসায়িক এলাকায় যেভাবে প্রচার করা যায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ব্যবসায়িক এলাকায় যেভাবে প্রচার করা যায়
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ব্যাবসায়িক এলাকায় সাক্ষ্য দেওয়া
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সর্বত্র সুসমাচার প্রচার করুন
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাবসায়িক এলাকাতে সাক্ষ্যদান করুন
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার কি একটা ব্যক্তিগত এলাকা রয়েছে?
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০৪ পৃষ্ঠা ৪

ব্যবসায়িক এলাকায় যেভাবে প্রচার করা যায়

১ আপনি কি এমন এক এলাকায় প্রচার করতে চান, যেখানে লোকেরা সাধারণত অতিথিদের স্বাগত জানায় এবং বেশির ভাগ ক্ষেত্রেই লোকেদের পাওয়া যায়? আপনি হয়তো আপনার মণ্ডলীর এলাকাতেই তা করতে পারেন। কীভাবে? সেই এলাকায় যে-দোকানগুলো রয়েছে, সেখানে সাক্ষাৎ করে। দোকানে দোকানে সাক্ষ্যদান করে এমন প্রকাশকরা প্রায়ই উত্তম ফল উপভোগ করে।

২ কিছু মণ্ডলীর নির্ধারিত এলাকাতেই ব্যবসায়িক এলাকাগুলো রয়েছে। যে-ভাই মণ্ডলীর এলাকার বিষয়টা দেখাশোনা করছেন, তিনি হয়তো এই ঘনবসতিপূর্ণ ব্যবসায়িক অংশগুলোর জন্য বিশেষ মানচিত্র কার্ড তৈরি করতে পারেন। আবাসিক এলাকার মানচিত্র কার্ডগুলোতে যদি ব্যবসায়িক অংশগুলো অন্তর্ভুক্ত থাকে, তা হলে স্পষ্টভাবে সেগুলোতে ইঙ্গিত থাকা উচিত যে, আবাসিক এলাকার অংশ হিসেবে দোকানগুলোতে কাজ করা হবে না। অন্যান্য এলাকাগুলোতে আবাসিক অংশগুলোর সঙ্গে সঙ্গে দোকানগুলোতে কাজ করা যেতে পারে। আপনি যদি কখনও ব্যবসায়িক এলাকায় সাক্ষ্য না দিয়ে থাকেন, তা হলে অল্প কয়েকটা ছোট দোকানে চেষ্টা করার দ্বারা শুরু করুন।

৩ এক সহজ ভূমিকা ব্যবহার করুন: দোকানে দোকানে সাক্ষ্য দেওয়ার সময় আপনি কিংডম হলে সভার জন্য যেধরনের পোশাকআশাক পরেন, সেই ধরনের পোশাক পরা গুরুত্বপূর্ণ। এ ছাড়া, এমন এক সময় বেছে নেওয়াও উপযুক্ত, যখন দোকানগুলোতে তেমন ভিড় থাকে না। যদি সম্ভব হয়, তা হলে এমন সময়ে দোকানে ঢুকুন যখন সেখানে কোনো ক্রেতা অপেক্ষা করছে না। ম্যানেজার বা যে-ব্যক্তি সেই দোকানের দায়িত্বে রয়েছেন, তার সঙ্গে কথা বলার বিষয় জিজ্ঞেস করুন। সংক্ষেপে ও মূল বিষয়টা বলুন। আপনি কী বলতে পারেন?

৪ কোনো দোকানদার বা ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় আপনি হয়তো এইরকম কিছু বলতে পারেন: “ব্যবসায়ীদের এত ব্যস্ত তালিকা যে, আমরা খুব কমই তাদের ঘরে পেয়ে থাকি, তাই আমরা আপনার কর্মস্থলে আপনার সঙ্গে সাক্ষাৎ করছি। আমাদের পত্রিকাগুলো চলতি ঘটনাগুলো সম্বন্ধে সারা বিশ্বের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে।” এরপর, একটা পত্রিকা থেকে সংক্ষেপে কোনো একটা বিষয় তুলে ধরুন।

৫ অথবা আপনি হয়তো এই সহজ ভূমিকা বলে চেষ্টা করতে পারেন: “আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, কেন লোকেরা কোনো দোষ না করেও নানা দুঃখকষ্ট ভোগ করে থাকে? তারা হয়তো অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে আর এমনকি কেউ কেউ হয়তো বিকলাঙ্গ বা পঙ্গু হিসেবে জন্মগ্রহণ করেছে। অনেক লোক মনে করে যে, একজন ব্যক্তি তার অতীত জীবনে খারাপ কিছু করার পরিণতি হিসেবে কষ্টভোগ করে। এটা কি সত্য হতে পারে? সৃষ্টিকর্তা কি চেয়েছিলেন যে মানুষরা এভাবে কষ্ট পাক? এই ট্র্যাক্টটি আপনাকে এই প্রশ্নগুলোর দৃঢ়প্রত্যয়জনক উত্তর খুঁজে পেতে সাহায্য করবে।” এরপর দুঃখকষ্ট কি কখনও শেষ হবে? (ইংরেজি) শিরোনামের নতুন ট্র্যাক্টটি দিন। বাইবেলের প্রতি ব্যক্তির কিছুটা সম্মান রয়েছে বলে মনে হলে, এই ট্র্যাক্টটির ৫-৬ পৃষ্ঠায় থাকা কয়েকটা উপযুক্ত শাস্ত্রপদ দেখান।

৬ যিনি দোকানের দায়িত্বে রয়েছেন, তাকে যদি ব্যস্ত বলে মনে হয়, তা হলে আপনি হয়তো শুধু একটি ট্র্যাক্ট দিয়ে বলতে পারেন: “আপনি যখন ব্যস্ত থাকবেন না, তখন আমি আবার আপনার সঙ্গে দেখা করব। আমি জানতে চাই যে, এই ট্র্যাক্টটির বিষয়ে আপনি কী মনে করেন।”

৭ যে-আগ্রহ দেখা গেছে, তা বৃদ্ধি করা: আপনি হয়তো এমনকি কোনো ব্যবসায়িক এলাকায় একটি বাইবেল অধ্যয়ন পরিচালনা করতেও সক্ষম হতে পারেন। একজন বিশেষ অগ্রগামী একজন ব্যবসায়ীকে নিয়মিতভাবে পত্রিকা দিয়ে আসতেন। সেই ব্যক্তি যা পড়ছিলেন, সেগুলোর প্রতি তিনি যখন উপলব্ধি প্রকাশ করেছিলেন, তখন সেই অগ্রগামী চান ব্রোশার ব্যবহার করে বাইবেল অধ্যয়ন ব্যবস্থার নমুনা দেখিয়েছিলেন। সেই ব্যক্তির কর্মস্থলেই অধ্যয়ন করার ব্যবস্থা করা হয়েছিল। পরিস্থিতিগুলোর পরিপ্রেক্ষিতে, সেই অগ্রগামী প্রতিবার অধ্যয়নের সময়কে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতেন। একইভাবে, আমরাও যেন ব্যবসায়িক এলাকায় সাক্ষ্য দেওয়ার দ্বারা যোগ্য ব্যক্তিদের অন্বেষণ করে চলি।

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. ব্যবসায়িক এলাকায় সাক্ষ্য দেওয়ার কিছু সুবিধা কী?

২. ব্যবসায়িক এলাকায় সাক্ষ্যদান কীভাবে সংগঠিত করা যেতে পারে?

৩. কোন বিষয়টা দোকানে দোকানে সাক্ষ্য দেওয়ার সময় কার্যকারী হতে আমাদের সাহায্য করতে পারে?

৪-৬. কোনো দোকানদার বা ম্যানেজারের কাছে সাক্ষ্য দেওয়ার সময় আমরা কী বলতে পারি?

৭. ব্যবসায়িক এলাকায় আমরা যে-আগ্রহ লক্ষ করে থাকি, সেটাকে আমরা কীভাবে বৃদ্ধি করতে পারি?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার