প্রশ্ন বাক্স
▪ একজন গৃহকর্তার সঙ্গে প্রতি বার সাক্ষাৎ করার সময় শিক্ষামূলক কাজের জন্য সামান্য দান গ্রহণ করতে আমরা যে-ইচ্ছুক সেই বিষয়ে কি উল্লেখ করা উচিত?
না। ১৯৯৯ সালের ডিসেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র “আমাদের সাহিত্যগুলোকে বুদ্ধির সঙ্গে ব্যবহার করুন” নামক প্রবন্ধটি বলেছিল: “কিছু লোকেদের কাছে আমাদের সারা পৃথিবীতে চলতে থাকা এই কাজের জন্য দান দেওয়ার ব্যাপারটা বলা হয়তো ঠিক হবে না।” এই ক্ষেত্রে উত্তম বিবেচনা খাটানো দরকার। আমরা চাই যেন লোকেদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয় যে, আমাদের কাজটা হল প্রকৃতপক্ষে বাইবেলের একটি শিক্ষামূলক কাজ আর তা কোনো ব্যাবসা নয়। আমরা কারও কাছ থেকে দান সংগ্রহ করছি না।
সাধারণত প্রথমবার আমরা যখন আগ্রহী ব্যক্তিদের কাছে সাহিত্য ছেড়ে আসি, তখন এটা ব্যাখ্যা করা ভাল যে, আমাদের কাজ কীভাবে স্বেচ্ছামূলক দানের দ্বারা চলে। আমরা যদি এই বিষয়টা মনে রাখি যে, আমরা শুধুমাত্র সেই লোকেদের কাছে সাহিত্য ছেড়ে আসি, যারা আগ্রহ দেখায় বা যারা আমাদের সাহিত্য পড়ার ইচ্ছা প্রকাশ করে, তা হলে সাধারণত দানের বিষয়টা বলা যেতে পারে।
এই ধরনের আগ্রহী ব্যক্তিদের অনেকে, পরবর্তী সাক্ষাৎগুলোতে নিজে থেকেই স্বেচ্ছায় দান দিয়ে থাকে। অন্যেরা হয়তো জিজ্ঞেস করতে পারে যে, একটি প্রকাশনার মূল্য কত। আমরা সংক্ষেপে বলতে পারি যে, আমাদের এই কাজ বাণিজ্যিক নয় আর ব্যাখ্যা করতে পারি যে, আমরা আগ্রহী ব্যক্তিদের বিনামূল্যেই আমাদের সাহিত্য দিচ্ছি। তাদের এও জানানো যেতে পারে যে, যেকেউ শিক্ষামূলক কাজকে সমর্থন করতে চায়, তারা স্বেচ্ছায় সামান্য দান দিতে পারে। আমরা যে-ব্যক্তির সঙ্গে পুনর্সাক্ষাৎ করছি, তিনি যদি দান না দিয়ে থাকেন, তা হলে উপযুক্ত পরিস্থিতিতে সময়ে সময়ে আমরা শিক্ষামূলক কাজকে সমর্থন করার বিষয়ে আলোচনা করতে পারি।
আমাদের এই বিষয়টা মনে রাখা উচিত যে, যদিও আমরা আগ্রহী ব্যক্তিদেরকে বিনামূল্যেই আমাদের সাহিত্য দিয়ে থাকি কিন্তু আমাদের সাহিত্যকে ছাপানো ও বিতরণ করার সঙ্গে প্রচুর খরচ জড়িত। আমাদের আস্থা রয়েছে যে, ঈশ্বরের আত্মা তাঁর দাসদের ও ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিদের শিক্ষামূলক কাজের বিভিন্ন বিষয়ের খরচ জোগানোর জন্য স্বেচ্ছায় দান দিতে পরিচালিত করবে।
▪ প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার ব্যক্তিগত কপি কীভাবে সংগ্রহ করা উচিত?
যেহেতু সমস্ত ভাষায় প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার গ্রাহকভুক্তি ব্যবস্থাটা কয়েক বছর আগে বাতিল করা হয়েছে, তাই সব প্রকাশকের উচিত স্থানীয় মণ্ডলী থেকে তাদের পত্রিকাগুলো সংগ্রহ করা। এর ব্যতিক্রম হচ্ছে ব্রেইল অক্ষরের পত্রিকাগুলো, যেগুলো সেই ব্যক্তিদের কাছে বিনামূল্যে ডাকযোগে পাঠানো হয়ে থাকে, যারা এগুলো পাওয়ার যোগ্য। দয়া করে মনে রাখবেন যে, মণ্ডলীগুলো মণ্ডলীর আবেদন (M-202) ফর্ম ব্যবহার করে বিদেশি ভাষার ও বড় অক্ষরের পত্রিকাগুলোর জন্য হয়তো অনুরোধ পাঠাতে পারে।
আপনার এলাকার কোনো ব্যক্তি যদি নিয়মিত পত্রিকা পেতে চান, তা হলে নিশ্চিত হোন যেন সঙ্গে সঙ্গে সেগুলো দিয়ে আসা হয়, এমনকি একটা সংখ্যাও যাতে বাদ না পড়ে। সমাজচ্যুত ব্যক্তিরা তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য পত্রিকাগুলো বা অন্যান্য সাহিত্য কিংডম হলের পত্রিকা ও সাহিত্য বিভাগ থেকে নিতে পারে। প্রকাশকদের ব্যক্তিগত পত্রিকা রুটে কোনো সমাজচ্যুত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা উচিত নয়।
ভারতের শাখা অফিস একমাত্র সেই গ্রাহকভুক্তিগুলোর নথি রাখবে, যাদের কাছে কোনো মণ্ডলীর একজন প্রকাশক পত্রিকা রুটের মাধ্যমে পত্রিকা দিতে পারবেন না। মণ্ডলীর পরিচর্যা কমিটি যদি এমন কারও জন্য গ্রাহকভুক্তির আবেদন পাঠায়, যিনি অন্য আর কোনোভাবে সেগুলো সংগ্রহ করতে পারবেন না, তা হলে সচিবের উচিত এই বিষয়টা নিশ্চিত করতে এক সংক্ষিপ্ত নোট অন্তর্ভুক্ত করা যে, গ্রাহকভুক্তির এই আবেদনকে ভালভাবে পুনর্বিবেচনা করা হয়েছে এবং মণ্ডলীর পরিচর্যা কমিটির দ্বারা অনুমোদিত হয়েছে।
এর অর্থ হচ্ছে যে, প্রকাশকদের ব্যক্তিগত গ্রাহকভুক্তির জন্য আবেদন জানিয়ে শাখা অফিসকে লেখা উচিত নয়। প্রকাশক বা আগ্রহী ব্যক্তিদের দ্বারা গ্রাহকভুক্তির জন্য এই ধরনের যেকোনো আবেদন আবার সেই মণ্ডলীতে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।