পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ মার্চ ১৫
“সারা পৃথিবীর লোকেরা যিশুর শিক্ষাগুলোর প্রশংসা করে থাকে। [৩ পৃষ্ঠায় ১ অনুচ্ছেদে দেওয়া উদ্ধৃতিটি পড়ুন।] কিন্তু আপনি কি মনে করেন যে, সেই শিক্ষাগুলো যেমন এই শাস্ত্রপদে পাওয়া উদাহরণটি আজকে ব্যবহারিক? [মথি ৫:২১, ২২ক পদ পড়ুন। এরপর উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা আলোচনা করে যে, যিশু কী শিখিয়েছিলেন এবং আমরা কীভাবে এর থেকে উপকৃত হতে পারি।”
সচেতন থাক! জানু.-মার্চ
“বাবামায়েরা সন্তান প্রতিপালন সম্বন্ধে সাহায্যকারী তথ্যগুলোকে উপলব্ধি করে থাকে। এই পত্রিকা বাবামাদের জন্য অনেক উপকারজনক পরামর্শ দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।” ৭ পৃষ্ঠার প্রবন্ধটি খুলুন, হিতোপদেশ ২২:৬ পদ পড়ুন।
প্রহরীদুর্গ এপ্রিল ১
“আপনি কি কখনও এইরকম বলতে শুনেছেন যে, বিজ্ঞান ও বাইবেল পরস্পরবিরোধী? [উত্তরের জন্য সুযোগ দিন।] এই পত্রিকা বিজ্ঞান ও ধর্মের মধ্যে সংঘাতের ইতিহাস নিয়ে পরীক্ষা করে। কিন্তু, সেইসঙ্গে প্রকৃত বিজ্ঞান যে বাইবেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা দেখানোর জন্য এটা সেই প্রমাণগুলোও তুলে ধরে।” ৬-৭ পৃষ্ঠা দেখান। এরপর উপদেশক ১:৭ পদ পড়ুন।
সচেতন থাক! এপ্রিল-জুন
“প্রাচীনকালে ঈশ্বর ছেলেমেয়েদের আদেশ দিয়েছিলেন তারা যেন তাদের মা ও সেইসঙ্গে তাদের বাবাকে সমাদর করে। [যাত্রাপুস্তক ২০:১২ পদ পড়ুন।] আপনি কি মনে করেন যে, মায়েদের আজকে যথার্থভাবে সমাদর করা হচ্ছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা সেই প্রতিবন্ধকতাগুলো যা বিভিন্ন জায়গায় মায়েরা মুখোমুখি হচ্ছে ও সেগুলোকে তারা কীভাবে মোকাবিলা করছে, তা নিয়ে পরীক্ষা করে।”