অতি সুপ্রাপ্য এক সহায়
১ অ্যানা একজন বোন, যার স্বামী অবিশ্বাসী এবং তাকে কর্মস্থলে প্রচুর সময় দিতে হয় বলে, তার পক্ষে নিয়মিত খ্রিস্টীয় সভাগুলোতে উপস্থিত হওয়া, পরিচর্যায় অংশ নেওয়া এবং ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা খুবই কঠিন ছিল। যদিও তিনি তখনও যিহোবাকে ভালবাসতেন কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। আনন্দের বিষয় যে, চিন্তাশীল প্রাচীনদের কাছ থেকে তিনি আধ্যাত্মিক সহযোগিতা লাভ করেছিলেন।
২ খ্রিস্টীয় মণ্ডলীর মাধ্যমে দেওয়া আধ্যাত্মিক সাহায্য গ্রহণ করা, যিহোবার ওপর নির্ভরতা প্রকাশ করে। যিশু খ্রিস্টের প্রেমময় যত্ন অনুকরণ করে মণ্ডলীর প্রাচীনরা সেই ব্যক্তিদের উৎসাহ ও বাস্তবসম্মত সহযোগিতা প্রদানের সুযোগগুলো খোঁজে, যারা আধ্যাত্মিকভাবে সমস্যায় রয়েছে। (১ থিষল. ৫:১৪) অনেক সময়, শাস্ত্রের আশ্বাসজনক অংশ থেকে উৎসাহজনক দুএকটা কথা বলাই যথেষ্ট। সাময়িকভাবে দুর্বল অবস্থার মধ্যে রয়েছে এমন ব্যক্তিদের সাহায্য করার জন্য পদক্ষেপ নেওয়া শুধুমাত্র প্রাচীনদের জন্যই নয়, সেইসঙ্গে সমস্ত খ্রিস্টানের চিন্তার বিষয় হওয়া উচিত। কোনো সন্দেহ নেই যে, আমাদের প্রত্যেকেরই “উপযুক্ত সময়ে কথিত” বিবেচনাপূর্ণ “বাক্য” বলার ক্ষমতা রয়েছে।—হিতো. ২৫:১১; যিশা. ৩৫:৩, ৪.
৩ পদক্ষেপ নিন: যাদের সাহায্যের প্রয়োজন তাদের প্রতি প্রেমময় আগ্রহ দেখানোর জন্য, আমাদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া, পরদুঃখে দুঃখিত হওয়া এবং আন্তরিক হওয়া প্রয়োজন। যোনাথন যখন দায়ূদের দুদর্শামূলক অবস্থা সম্বন্ধে জেনেছিলেন, তখন তিনি “উঠিয়া বনে দায়ূদের নিকটে গিয়া ঈশ্বরেতে তাঁহার হস্ত সবল করিলেন।” (১ শমূ. ২৩:১৫, ১৬) কোমলভাবে অন্যদের সাহায্য করুন। অকৃত্রিম চিন্তার দ্বারা চালিত হয়ে বলা কথাবার্তা সর্বোত্তম ফল নিয়ে আসতে পারে। অধিকন্তু যিশু স্পষ্টভাবে দেখিয়েছিলেন যে, আধ্যাত্মিক ভাই ও বোনদের পুনরায় লাভ করার সঙ্গে অধ্যবসায়ী, উদ্দেশ্যপূর্ণ প্রচেষ্টা জড়িত। (লূক ১৫:৪) অন্য একজন ব্যক্তিকে সহযোগিতা করার এক আন্তরিক আকাঙ্ক্ষা থাকা আমাদেরকে সাহায্য করে চলতে চালিত করবে, এমনকি এক্ষেত্রে যদি উন্নতি শীঘ্রই দেখা না-ও যায়।
৪ এটা কতই না উৎসাহজনক যখন আমরা অন্যদের, যেমন আমাদের বই অধ্যয়নে যারা রয়েছে তাদেরকে, আমাদের সঙ্গে পরিচর্যায় যোগ দিতে আমন্ত্রণ জানানোর পদক্ষেপ নিই! আমরা যখন যিহোবার একজন সহদাসকে পরিচর্যায় অংশ নিতে সাহায্য করি, তখন আমরা হয়তো তাকে শক্তিশালী করার বিভিন্ন সুযোগকে কাজে লাগাতে পারি। যিহোবার সেবায় একত্রে এই ধরনের আনন্দদায়ক সময় ব্যয় করা বিশেষভাবে সেই ব্যক্তিদের উৎসাহিত করে, যারা তাদের আধ্যাত্মিক ভারসাম্য পুনরায় ফিরে পাচ্ছে।
৫ এক প্রেমময় ব্যবস্থা: যারা কিছু সময় ধরে প্রচার কাজে অংশ নিচ্ছে না অথবা মণ্ডলীর সঙ্গে মেলামেশা করছে না, তাদের বিশ্বাস দৃঢ় করার জন্য অতিরিক্ত সাহায্যের দরকার হতে পারে। কোনো একটা প্রকাশনা যেমন একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন, যিহোবার নিকটবর্তী হোন অথবা বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? দিয়ে ব্যক্তিগত অধ্যয়ন করা ঠিক সেই সাহায্য হতে পারে, যা তাদের দরকার। যেহেতু ব্যক্তি ইতিমধ্যেই বাপ্তাইজিত, তাই সাধারণত দীর্ঘ সময় ধরে অধ্যয়ন চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই। কারা এই ব্যবস্থা থেকে উপকৃত হতে পারে, সেই বিষয়ে মণ্ডলীর পরিচর্যা কমিটির পর্যবেক্ষণের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত।—১৯৯৮ সালের নভেম্বর মাসের এবং ২০০০ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্নবাক্সগুলো দেখুন।
৬ শুরুতে উল্লেখিত অ্যানা, তার সঙ্গে আধ্যাত্মিক দিক দিয়ে অভিজ্ঞ একজন বোনের বাইবেল অধ্যয়ন করার ব্যাপারে প্রাচীনদের দেওয়া প্রস্তাব কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছিলেন। তাকে পুনরায় যিহোবার নিকটবর্তী হতে সাহায্য করার জন্য মাত্র চার বার অধ্যয়ন পর্বের দরকার হয়েছিল। তিনি পুনরায় মণ্ডলীর সভাগুলোতে উপস্থিত হতে শুরু করেন এবং জনসাধারণ্যে যিহোবা ঈশ্বরের প্রশংসা করার ইচ্ছাকে আবার জাগিয়ে তোলেন। অ্যানা ঘরে ঘরে প্রচার করার জন্য যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত সেই অভিজ্ঞ বোন তাকে অন্যান্য বাইবেল অধ্যয়নে নিয়ে গিয়ে পরিচর্যায় সাহায্য করেছিলেন। পুনরায় আধ্যাত্মিক কার্যক্রমগুলো শুরু করার জন্য এক দয়াপূর্ণ সহযোগিতাই ছিল সেই সাহায্য, যা তার দরকার ছিল!
৭ যাদের সাহায্যের দরকার, তাদেরকে শক্তিশালী করা সকলের জন্য আশীর্বাদ নিয়ে আসে। যে-ব্যক্তিকে সাহায্য করা হয়েছে, তিনি যিহোবার নিকটবর্তী হতে পেরে এবং তাঁর সংগঠনের কার্যক্রমগুলোর সঙ্গে জড়িত হতে পেরে সুখী হন। প্রাচীনরা এই আধ্যাত্মিক অগ্রগতি দেখে আনন্দিত হয়। (লূক ১৫:৫, ৬) আর মণ্ডলী ঐক্যে একতাবদ্ধ হয়, যখন সবাই পরস্পরের জন্য প্রেমময় চিন্তা প্রকাশ করে। (কল. ৩:১২-১৪) যিহোবাকে অনুকরণ করার কী এক চমৎকার কারণই না রয়েছে, যিনি অতি সুপ্রাপ্য এক সহায়!—ইফি. ৫:১.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. কীভাবে একজনের আধ্যাত্মিকতা দুর্বল হয়ে পড়তে পারে?
২. কোন উপায়ে সমস্ত খ্রিস্টান এক অতি সুপ্রাপ্য সহায় বলে প্রমাণিত হতে পারে?
৩, ৪. অন্যদের সাহায্য করার সঙ্গে কী জড়িত আর কীভাবে আমরা তা করতে পারি?
৫. কিছু কিছু পরিস্থিতিতে প্রাচীনরা কোন সহযোগিতা প্রদান করতে পারে?
৬. কীভাবে একজন বোন আধ্যাত্মিক শক্তি ফিরে পেয়েছিলেন?
৭. অন্যদের আধ্যাত্মিকভাবে শক্তিশালী করা থেকে কোন উপকারগুলো আসে?