“আপনি কীভাবে উত্তর দেবেন?”
১ আপনি কি ঈশ্বরের বাক্যকে ভালবাসেন অথচ বাইবেলের বিভিন্ন বিবরণের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো অথবা নির্দিষ্ট বিবৃতিগুলো শাস্ত্রে কোথায় লিপিবদ্ধ রয়েছে, তা মনে রাখা কঠিন বলে মনে করেন? আপনি কি চান যে, আপনার ছেলেমেয়েরা বাইবেলের মৌলিক বিষয় ও শিক্ষাগুলো সম্বন্ধে সঠিক বোধগম্যতা লাভ করুক? সচেতন থাক! পত্রিকার ৩১ পৃষ্ঠায় “আপনি কীভাবে উত্তর দেবেন?” নামক প্রবন্ধটি নিয়মিতভাবে প্রকাশিত হয়, যা যুবক-বৃদ্ধ উভয়কেই ঈশ্বরের বাক্যের সঙ্গে আরও ভালভাবে পরিচিত হতে সাহায্য করতে পারে।—প্রেরিত ১৭:১১.
২ আপনি কীভাবে এই প্রবন্ধটির সদ্ব্যবহার করতে পারেন? ২০০৬ সালের এপ্রিল থেকে জুন মাসের সচেতন থাক! পত্রিকায় নিম্নলিখিত প্রস্তাবগুলো করা হয়েছিল: “৩১ পৃষ্ঠা দেখার জন্য একটু সময় করে নিন। এই পৃষ্ঠার কিছু বিভাগ অল্পবয়স্ক পাঠক-পাঠিকাদের আকৃষ্ট করবে; অন্যগুলো বাইবেলের জ্ঞানে বেশ অগ্রগতি করছে এমন বাইবেল ছাত্রদের স্মরণশক্তিকে পরীক্ষা করবে। ‘ইতিহাসে কখন?’ শিরোনামের বিভাগটা আপনাকে একটা সময় তালিকা তৈরি করতে সাহায্য করবে, যা দেখাবে যে, বাইবেলের চরিত্রগুলো কোন সময়ে বাস করত এবং কখন বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। যদিও ‘এই সংখ্যা থেকে’ বিভাগের উত্তরগুলো পুরো পত্রিকায়ই পাওয়া যাবে কিন্তু অধিকাংশ প্রশ্নের উত্তর একই সংখ্যার নির্দিষ্ট পৃষ্ঠায় দেখা যাবে, যেখানে সেগুলো উলটোভাবে ছাপানো হবে। সেই উত্তরগুলো পড়ার আগে একটু গবেষণা করুন না কেন এবং এরপর আপনি যা যা শিখেছেন, সেগুলো অন্যদেরকেও জানান না কেন? ‘আপনি কীভাবে উত্তর দেবেন?’ শিরোনামের বিষয়টা এমনকি পরিবার অথবা দলগতভাবে বাইবেল আলোচনার জন্য এক বিষয়বস্তু হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন।”
৩ বস্তুতপক্ষে, অনেক পরিবার পারিবারিক অধ্যয়নের ভিত্তি হিসেবে এই প্রবন্ধটি ব্যবহার করা উপভোগ করে। ব্রাজিল থেকে একজন বাবা বলেন: “আমার সাত বছর বয়সি ছেলে ও আমি সচেতন থাক! পত্রিকার এই প্রবন্ধটি খুবই পছন্দ করি। এটি মোইজেজকে মনোযোগ দিতে, শাস্ত্রপদগুলো খুলে দেখতে, ছবিগুলোর অর্থ উপলব্ধি করতে এবং তারিখগুলো বুঝতে সাহায্য করেছে।” আট বছর বয়সি অ্যাশলি লেখে: “সচেতন থাক! পত্রিকার পিছনের দিকে ‘আপনি কীভাবে উত্তর দেবেন?’ নামক প্রবন্ধটির জন্য আপনাদের ধন্যবাদ। এর থেকে বাইবেল সম্বন্ধে আমি অনেক কিছু শিখেছি।”
৪ আপনার পারিবারিক অধ্যয়নের অংশ হিসেবে মাঝেমধ্যে “আপনি কীভাবে উত্তর দেবেন?” নামক প্রবন্ধটি ব্যবহার করুন না কেন? সবচেয়ে কঠিন কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য আপনি ইনডেক্স অথবা সিডি-রমে ওয়াচটাওয়ার লাইব্রেরি ব্যবহার করতে পারেন। তা করার দ্বারা, আপনি আপনার ছেলেমেয়েকে কীভাবে গবেষণা করতে হয়, তা শেখাতে পারবেন। আপনার যদি বড় ছেলেমেয়ে থাকে, তা হলে পারিবারিক অধ্যয়নের আগে “আমি কে?” অথবা “ইতিহাসে কখন?” এর উত্তরগুলোর জন্য গবেষণা করার কঠিন কাজটা তাদের করতে বলুন না কেন? এরপর তারা অধ্যয়নের সময়ে তাদের গবেষণার ফলাফল বলতে পারে। এই পৃষ্ঠাটি কার্যকারীভাবে ব্যবহার করা হল একটা উপায়, যার মাধ্যমে বাবামারা তাদের ছেলেমেয়েদের ঈশ্বরের বাক্য যত্নপূর্বক শিক্ষা দিতে বা তাদের মনে গেঁথে দিতে এবং তাদেরকে শিশুকাল থেকে “পবিত্র শাস্ত্রকলাপ” জানতে সাহায্য করতে পারে।—২ তীম. ৩:১৫; দ্বিতী. ৬:৭.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. আমাদের অনেকেই কোন সমস্যাগুলোর মুখোমুখি হয়ে থাকে?
২. “আপনি কীভাবে উত্তর দেবেন?” নামক প্রবন্ধের বিভিন্ন বিভাগকে কীভাবে ব্যবহার করা যেতে পারে?
৩. কীভাবে এই প্রবন্ধ থেকে কিছু পরিবার উপকার লাভ করেছে আর কোন বিভাগগুলো আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন?
৪. কীভাবে একটা পরিবার তাদের পারিবারিক বাইবেল অধ্যয়নের অংশ হিসেবে এই প্রবন্ধটিকে ব্যবহার করতে পারে?