আপনি কি ‘এক বৃহৎ ও কার্য্যসাধক দ্বারে’ প্রবেশ করতে পারেন?
১ প্রেরিত পৌলের সামনে যখন ‘এক বৃহৎ ও কার্য্যসাধক দ্বার’ খোলা হয়েছিল, তখন অনেক বিপক্ষ বা বিরোধী থাকা সত্ত্বেও, তিনি উৎসুকভাবে রাজ্যের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগের সদ্ব্যবহার করেছিলেন। (১ করি. ১৬:৯) বর্তমানে সারা পৃথিবীতে প্রায় ৬,৪২,০০০ জন রাজ্য প্রকাশক, নিয়মিত অগ্রগামী হওয়ার দ্বারা এক বৃহৎ ও কার্যসাধক দ্বারে প্রবেশ করেছে।
২ পরিস্থিতিগুলোর পরিবর্তন ঘটে: যদিও বর্তমান ব্যক্তিগত পরিস্থিতি আমাদের কাজকে সীমিত করে দিতে পারে, তবে পরিস্থিতিগুলোর পরিবর্তন হয়। তাই, মাঝে মাঝে আমাদের নিজ নিজ পরিস্থিতিকে মূল্যায়ন করে দেখা এবং আদর্শ পরিস্থিতির জন্য অপেক্ষা না করে থাকা ভাল। (উপ. ১১:৪) তুমি কি এমন একজন কিশোর বা কিশোরী, যে উচ্চমাধ্যমিক পড়া শেষ করতে যাচ্ছ? আপনি কি এমন একজন মা অথবা বাবা, যার ছেলেমেয়েরা শীঘ্রই স্কুলে যেতে শুরু করবে? আপনি কি আপনার চাকরি থেকে অবসর নিতে যাচ্ছেন? এই ধরনের পরিবর্তনগুলো হয়তো আপনাকে একটু অবসর সময় করে দেবে আর তা আপনাকে নিয়মিত অগ্রগামীর কাজ করার সুযোগ করে দেবে। একজন বোন, যিনি পূর্বে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা ভোগ করেছেন, তিনি ৮৯ বছর বয়সে একজন অগ্রগামী হিসেবে নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কেন? যেহেতু এক বছরেরও বেশি সময় ধরে তাকে হাসপাতালে যেতে হয়নি, তাই তিনি মনে করেছিলেন যে, তার স্বাস্থ্য তাকে অগ্রগামীর কাজ করতে সুযোগ দেবে।
৩ পৌলের ক্ষেত্রে, তিনি মূলত করিন্থে তার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তা সত্ত্বেও, তিনি সুসমাচারের কারণে তার পরিকল্পনাগুলোকে রদবদল করেছিলেন। আজকে অনেকে যারা নিয়মিত অগ্রগামীর কাজ করছে, তাদেরকে অগ্রগামীর কাজ করার জন্য বেশ কিছু রদবদল করতে হয়েছিল। কেউ কেউ তাদের জীবনকে এতখানি সাধাসিধে করেছে যে, তাদের জীবিকানির্বাহের হ্রাসকৃত খরচ জোগানোর জন্য এখন খণ্ডকালীন কাজই যথেষ্ট। তারা তাদের পরিচর্যার বিশেষ সুযোগের মধ্যে আনন্দ খুঁজে পেয়েছে। (১ তীম. ৬:৬-৮) কিছু বিবাহিত দম্পতি তাদের জীবনধারায় এমন পরিবর্তনগুলো করেছে, যা তাদেরকে কেবল একজনের আয়ে সংসার চালিয়ে নিতে সক্ষম করেছে আর এর ফলে তা স্ত্রীর জন্য অগ্রগামীর কাজ করার পথ খুলে দিয়েছে।
৪ আপনি ঘন্টা পূরণ করতে পারবেন না, এই ভয়ে সঙ্গে সঙ্গে অগ্রগামীর কাজ করার ধারণাকে বাতিল করে দেবেন না। প্রতিদিন মাত্র দুঘন্টার চেয়ে আরেকটু বেশি সময় পরিচর্যায় ব্যয় করা দরকার। আপনি তা করতে পারবেন কি না, এই ব্যাপারে যদি আপনার অনিশ্চয়তা থাকে, তা হলে ৭০ ঘন্টা করার ব্যক্তিগত লক্ষ্য স্থাপন করে এক অথবা দুমাস সহায়ক অগ্রগামীর কাজ করুন। এটা আপনাকে অগ্রগামীর কাজ করার আনন্দ আস্বাদন করে দেখার সুযোগ করে দেবে। (গীত. ৩৪:৮) যারা বর্তমানে অগ্রগামীর কাজ করছে, তাদের সঙ্গে কথা বলুন। তারা হয়তো আপনার মতো প্রতিদ্বন্দ্বিতাগুলোকে অতিক্রম করেছে। (হিতো. ১৫:২২) আপনার পরিচর্যাকে প্রসারিত করার জন্য আপনার প্রচেষ্টায় যিহোবার আশীর্বাদ চান।—১ যোহন ৫:১৪.
৫ এক যথার্থ অনুধাবন: একজন নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করা অনেক আশীর্বাদ নিয়ে আসে। এটা আপনাকে প্রচুর সুখ উপভোগ করার সুযোগ করে দেয়, যা দানকে বৃদ্ধি করার মাধ্যমে আসে। (প্রেরিত ২০:৩৫, NW) অগ্রগামীর কাজ করা আপনাকে ঈশ্বরের সত্যের বাক্যকে যথার্থরূপে ব্যবহার করার জন্য আপনার ক্ষমতাকে উন্নত করবে। (২ তীম. ২:১৫) তা আপনাকে এটা দেখার বিভিন্ন সুযোগ করে দেবে যে, যিহোবার হস্ত আপনার পক্ষে রয়েছে। (প্রেরিত ১১:২১; ফিলি. ৪:১১-১৩) এ ছাড়া, অগ্রগামীর কাজ করা আপনাকে ধৈর্যের মতো আধ্যাত্মিক গুণাবলি গড়ে তুলতে এবং আপনাকে যিহোবার নিকটবর্তী হতে সাহায্য করবে। (যাকোব ৪:৮) আপনি কি কার্যসাধক এক বৃহৎ দ্বারে প্রবেশ করতে পারেন এবং একজন নিয়মিত অগ্রগামী হতে পারেন?
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. কোন ‘বৃহৎ ও কার্য্যসাধক দ্বার’ আমাদের জন্য খোলা রয়েছে?
২. কেন মাঝে মাঝে আমাদের পরিস্থিতিকে মূল্যায়ন করে দেখা ভাল?
৩. নিয়মিত অগ্রগামীর কাজ করার জন্য কেউ কেউ কীভাবে বিভিন্ন রদবদল করেছে?
৪. ঘন্টা পূরণ করতে পারব কি না, সেই বিষয়ে আমাদের যদি অনিশ্চয়তা থাকে, তা হলে আমরা কী করতে পারি?
৫. কেন নিয়মিত অগ্রগামীর কাজ করা এক যথার্থ অনুধাবন?