ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৭ পৃষ্ঠা ১
  • পরিবারগতভাবে যিহোবাকে উপাসনা করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিবারগতভাবে যিহোবাকে উপাসনা করা
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • খ্রীষ্টীয় পরিবার একত্রে কাজ করে
    ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিবারগুলোর জন্য সাহায্য
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পরিচর্যায়—পুরোপুরি অংশ নেওয়ার জন্য পরিবারের সদস্যেরা যেভাবে সহযোগিতা করতে পারেন
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আধ্যাত্মিক দিক দিয়ে শক্তিশালী পরিবার গড়ে তোলা
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৭ পৃষ্ঠা ১

পরিবারগতভাবে যিহোবাকে উপাসনা করা

১ বাইবেলের সময়কালে, পরিবারের সদস্যরা একসঙ্গে অনেক কিছু করত। তারা পরিবারগতভাবে গৃহস্থালীর দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তারা একসঙ্গে যিহোবাকে উপাসনা করত। (লেবীয়. ১০:১২-১৪; দ্বিতী. ৩১:১২) আজকে, অনেক জায়গায় পরিবারের সদস্যরা একসঙ্গে খুব কম কাজই করে থাকে। কিন্তু, খ্রিস্টানরা পরিবারগতভাবে কাজকর্মে রত থাকার মূল্যকে উপলব্ধি করে, বিশেষ করে উপাসনার ব্যাপারে। পরিবারগুলো একত্রে তাঁর উপাসনা করছে, তা দেখা পরিবারের উদ্যোক্তাকে নিশ্চয় কতই না খুশি করে!

২ একসঙ্গে প্রচার করুন: প্রচার করার জন্য একসঙ্গে কাজ করা পারিবারিক বন্ধনকে মজবুত করে। তাই, মণ্ডলীর অন্যদের সঙ্গে প্রচার করা ছাড়াও, একজন প্রাচীন তার স্ত্রী ও ছেলেমেয়েদের সঙ্গেও নিয়মিতভাবে কাজ করবেন। (১ তীম. ৩:৪, ৫) এক ব্যস্ত তালিকা থাকা সত্ত্বেও এমনকি ভ্রমণ অধ্যক্ষরাও, পরিচর্যায় তাদের স্ত্রীদের সঙ্গে কাজ করার জন্য সময় আলাদা করে রাখে।

৩ যে-বাবামারা তাদের ছেলেমেয়েদের সঙ্গে প্রচার করে, তারা তাদেরকে সুসমাচার প্রচারক হিসেবে উন্নতি করতে সাহায্য করে থাকে। ছেলেমেয়েরা পরিচর্যায় তাদের বাবামাদের আনন্দ ও পরিতৃপ্তি কেবল লক্ষই করবে না কিন্তু সেইসঙ্গে তারা তাদের বাবামাকে যিহোবার ও সহমানবদের প্রতি নিজ নিজ ভালবাসা প্রকাশ করতেও দেখবে। (দ্বিতী. ৬:৫-৭) পরিবারে ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায়, তখনও ছেলেমেয়েদের সঙ্গে বাবামার প্রচার করার গুরুত্ব হ্রাস পায় না। এক দম্পতি যাদের ১৫ থেকে ২১ বছর বয়সি তিন ছেলে আছে, তারা পরিচর্যায় নিয়মিতভাবে ছেলেদের সঙ্গে কাজ করে থাকে। সেই বাবা বলেছিলেন: “প্রত্যেকবারই আমরা তাদের কিছু শিক্ষা দিই। আমরা নিশ্চিত হয়ে নিই যাতে তা একটি আনন্দের, উৎসাহজনক অভিজ্ঞতা হয়।”

৪ একসঙ্গে প্রস্তুত করুন: পরিচর্যার জন্য একসঙ্গে প্রস্তুতি নেওয়াকে পরিবারগুলো উপকারজনক হিসেবে দেখতে পেয়েছে। ছেলেমেয়েরা প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে পালা করে ভূমিকা উপস্থাপন করার অথবা গৃহকর্তা হওয়ার অভ্যাস উপভোগ করে থাকে। এটা করার জন্য কেউ কেউ পারিবারিক অধ্যয়নের শেষে কয়েক মিনিট ব্যয় করে।

৫ যাদেরকে আমরা ভালবাসি, তাদের সঙ্গে যখন আমরা গুরুত্বপূর্ণ ও পরিতৃপ্তিদায়ক কাজগুলো করে থাকি, তখন আমাদের আনন্দ বৃদ্ধি পায়। ঘরে ঘরে ক্ষেত্রের পরিচর্যায় একসঙ্গে কাজ করা ও সেইসঙ্গে পুনর্সাক্ষাৎ এবং বাইবেল অধ্যয়নগুলো পরিচালনা করা পরিবারের সদস্যদের জন্য কতই না উপভোগ্য হয়! এইভাবে আপনি যখন আপনার পরিবারের সঙ্গে যিহোবাকে উপাসনা করেন, তখন আপনি আনন্দের সঙ্গে ঘোষণা করতে পারেন: “আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব।”​—⁠যিহো. ২৪:১৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার