ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৭ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১৩ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
  • ২০শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৭শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
  • ৩রা সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৭ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১৩ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ৮ (৫৩)

১৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ১০ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই আগস্ট প্রহরীদুর্গ এবং জুলাই থেকে সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। একটা নমুনায়, প্রকাশককে পুনর্সাক্ষাতে তিনি উত্তর দেবেন এমন একটা প্রশ্ন উত্থাপন করার জন্য আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যার ৫ পৃষ্ঠার ৩ অনুচ্ছেদে দেওয়া পরামর্শগুলোর একটা ব্যবহার করতে বলুন। “নতুন সীমা সম্মেলন কার্যক্রম” আলোচনা করুন। যদি জানা থাকে, তা হলে পরবর্তী সীমা সম্মেলনের তারিখ ঘোষণা করুন।

১৫ মিনিট: “ঈশতান্ত্রিক বশ্যতা থেকে উপকার লাভ করা।” আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যার ৩, ৪ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা।

১৫ মিনিট: “পরিবারগতভাবে যিহোবাকে উপাসনা করা।”a পরিবারগতভাবে পরিচর্যায় অংশ নেওয়া থেকে তারা কীভাবে উপকার লাভ করেছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। আগে থেকে একটা অথবা দুটো মন্তব্যের ব্যবস্থা করা যেতে পারে।

গান ২২ (১৩০) এবং শেষ প্রার্থনা।

২০শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ৬ (৪৫)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। “নতুন বিশেষ সম্মেলন দিন কার্যক্রম” আলোচনা করুন আর যদি জানা থাকে, তা হলে পরবর্তী বিশেষ সম্মেলন দিনের তারিখ ঘোষণা করুন।

১৫ মিনিট: সেপ্টেম্বর মাসে, প্রথম সাক্ষাতে একটা বাইবেল অধ্যয়ন শুরু করুন। শ্রোতাদের সঙ্গে আলোচনা। সেপ্টেম্বর মাসে আমরা বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণ করব এবং প্রথম সাক্ষাতে গৃহকর্তার সঙ্গে কয়েকটা অনুচ্ছেদ আলোচনা করার জন্য আপ্রাণ চেষ্টা করব। ২০০৬ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টে দেওয়া পরামর্শগুলো পুনরালোচনা করুন আর প্রথম সাক্ষাতে কীভাবে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা যায়, তা দেখিয়ে একটা বা দুটো নমুনা প্রদর্শন করুন।

২০ মিনিট: “মণ্ডলীর বই অধ্যয়ন ব্যবস্থা যেভাবে আমাদের সাহায্য করে।”b ৫ অনুচ্ছেদ আলোচনা করার সময়, প্রত্যেক মাসে পরিচর্যা অধ্যক্ষের বিভিন্ন দল পরিদর্শনের ব্যবস্থার বিষয়ে উল্লেখ করুন। প্রকাশকদের জানিয়ে দিন যে, পরিচর্যা অধ্যক্ষ সেই দলের সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনে ক্ষেত্রের পরিচর্যায় কাজ করবেন এবং প্রকাশকদের পুনর্সাক্ষাৎ ও বাইবেল অধ্যয়নগুলোতে গিয়ে তাদেরকে সাহায্য করবেন।

গান ১৬ (১৪৩) এবং শেষ প্রার্থনা।

২৭শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ১১ (৮৫)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি উল্লেখ করুন। ১০ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা সেপ্টেম্বর প্রহরীদুর্গ এবং জুলাই থেকে সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

১০ মিনিট: ‘অধার্ম্মিকতার ধন দ্বারা মিত্র লাভ করুন।’ ১৯৯৪ সালের ১লা ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ১৩-১৮ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন।

২৫ মিনিট: “নতুন পরিচর্যা বছরের জন্য এক মূল্যবান লক্ষ্য।”c এক অথবা দুজনের সাক্ষাৎকার নিন, যারা সম্প্রতি সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করেছে। তারা তাদের তালিকায় কোন রদবদলগুলো করেছিল? তারা কীভাবে উপকার লাভ করেছিল? যদি পাওয়া যায়, তা হলে যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের একজন এমন কেউ হতে পারেন, যিনি তার পরিবারের অন্যদের সাহায্য ও সমর্থনের কারণে সহায়ক অগ্রগামীর কাজ করতে পেরেছিলেন। ৯ অনুচ্ছেদ আলোচনা করার সময়, যদি জানা থাকে, তা হলে সীমা অধ্যক্ষের পরবর্তী পরিদর্শনের তারিখ উল্লেখ করুন।

গান ৯ (৩৭) এবং শেষ প্রার্থনা।

৩রা সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৭ (৫১)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি এবং আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। প্রকাশকদের আগস্ট মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।

১৫ মিনিট: “আমরা আমাদের বিশেষ সুযোগগুলোকে খুবই মূল্যবান বলে গণ্য করি!”d সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

২০ মিনিট: “যাদের কাছে পত্রিকা অর্পণ করা হয়েছে, তাদের সঙ্গে যেভাবে বাইবেল অধ্যয়ন শুরু করা যায়।”e ২ অনুচ্ছেদে দেওয়া পরামর্শগুলোর একটার সংক্ষিপ্ত নমুনা অন্তর্ভুক্ত করুন। প্রকাশকদের মনে করিয়ে দিন যে, কীভাবে অধ্যয়ন করা হয়, সেটা দেখানোর পর যদি দুবার অধ্যয়ন পরিচালনা করা হয় এবং যদি এটা বিশ্বাস করার কারণ থাকে যে, অধ্যয়ন চলতে থাকবে, তা হলে একটা বাইবেল অধ্যয়নের রিপোর্ট করা যেতে পারে।

গান ২ (১৫) এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার