ট্র্যাক্ট বিতরণের বিশেষ অভিযান নভেম্বর ১০–ডিসেম্বর ৭!
১ নভেম্বর মাসের ১০ তারিখ সোমবার থেকে শুরু করে পুরো চার সপ্তাহ ধরে আমরা আপনি কি সত্য জানতে চান? নামক একটি নতুন ট্র্যাক্ট বিতরণের এক বিশেষ অভিযানে অংশগ্রহণ করব। আশা করা হচ্ছে যে, পৃথিবীব্যাপী এই বিশেষ অভিযান সত্যের একমাত্র উৎসের প্রতি আগ্রহকে বাড়িয়ে তুলবে।—যোহন ১৭:১৭.
২ ট্র্যাক্টটি বাইবেল থেকে এই ছয়টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেয়: “ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?” “যুদ্ধ ও দুঃখকষ্ট কি কখনো শেষ হবে?” “আমরা মারা গেলে আমাদের কী হয়?” “মৃতদের জন্য কি কোনো আশা আছে?” “কীভাবে আমি প্রার্থনা করতে পারি ও ঈশ্বর আমার প্রার্থনা শুনতে পারেন?” এবং “কীভাবে আমি জীবনে সুখ খুঁজে পেতে পারি?” খ্রিস্টীয়জগতের গির্জাগুলো কখনোই এই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর প্রদান করতে পারেনি। এমনকি খ্রিস্টান নয় এমন অনেকে এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করেছে কিন্তু তারা হয়তো জানে না যে, বাইবেলেই স্পষ্ট উত্তরগুলো পাওয়া যায়। তাই, আমরা আশা করি যে, এই বার্তাটি অনেক লোককে আকৃষ্ট করবে।
৩ আপনার এলাকা শেষ করুন: আপনার ঘরে ঘরে সাক্ষ্যদানের এলাকা যতটা সম্ভব শেষ করার চেষ্টা করুন। আপনার এলাকা যদি বড় হয়, তাহলে প্রাচীনরা হয়তো প্রথম সাক্ষাতে ঘরে পাওয়া যায়নি এমন ঘরগুলোতে ট্র্যাক্টটির একটি কপি দিয়ে আসার জন্য আপনাকে উৎসাহিত করতে পারে। আপনার পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, কর্মক্ষেত্রে বা স্কুলের পরিচিত ব্যক্তি এবং যাদের সঙ্গে প্রায়ই আপনার কথা হয়ে থাকে, এমন ব্যক্তিদের একটি করে কপি দেওয়ার কথা মনে রাখুন। নভেম্বর বা ডিসেম্বর মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আপনি হয়তো পরিকল্পনা করতে পারেন। আপনার কি এমন কোনো সন্তান বা বাইবেল ছাত্র রয়েছে, যে আধ্যাত্মিকভাবে ভাল অগ্রগতি করছে ও একজন অবাপ্তাইজিত প্রকাশক হিসেবে আমাদের সঙ্গে এই বিশেষ অভিযানে অংশ নেওয়ার ক্ষেত্রে হয়তো যোগ্য হতে পারে? যদি তা-ই হয়, তাহলে প্রাচীনদের জানান।
৪ আগ্রহ নির্ণয় করুন: গৃহকর্তার সঙ্গে এক বন্ধুত্বপূর্ণ কথোপকথন শুরু করুন। আগ্রহ নির্ণয় করার ক্ষেত্রে সত্বর হোন। সেই ব্যক্তিকে যদি আধ্যাত্মিক মনোভাবাপন্ন বলে মনে না হয়, তাহলে আপনি তাকে ধন্যবাদ জানিয়ে চলে আসতে পারেন। আপনি যদি আগ্রহ নির্ণয় করেন, শুধুমাত্র তাহলেই কথোপকথন চালিয়ে যান।
৫ যা বলতে হবে: বহু লোকের কাছে বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য আপনার উপস্থাপনাটি সংক্ষিপ্ত রাখাই সর্বোত্তম। প্রচ্ছদে দেওয়া ছয়টি প্রশ্নের একটি বাছাই করুন, যেটি গৃহকর্তার কাছে আরও বেশি উপযুক্ত। শুধুমাত্র সেই প্রশ্নটিই জিজ্ঞেস করুন এবং ট্র্যাক্টে দেওয়া উত্তরটি তাকে দেখান। এটা সমস্ত প্রকাশককে তাদের এলাকার প্রয়োজন অনুসারে উপস্থাপনাকে খাপ খাইয়ে নিতে সুযোগ করে দেবে। কেউ যদি আগ্রহ দেখায়, তাহলে তা নোট করে রাখুন এবং পরে তার সঙ্গে সাক্ষাৎ করুন। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে হয়তো ট্র্যাক্টটির সঙ্গে নতুন পত্রিকাগুলো অর্পণ করা যেতে পারে। ৭ ডিসেম্বর অভিযান শেষ হয়ে যাওয়ার পর আমরা সর্বমহান পুরুষ বইটি অর্পণ করব। বেঁচে যাওয়া ট্র্যাক্টগুলোকে প্রাপ্তিসাধ্য অন্যান্য ট্র্যাক্টের মতো একইভাবে ব্যবহার করা হবে।
৬ একটা বাইবেল অধ্যয়ন শুরু করুন: বাইবেল অধ্যয়নগুলো শুরু করতে আমাদের সাহায্য করার জন্য এই ট্র্যাক্টটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। আগ্রহ দেখিয়েছেন এমন একজন ব্যক্তির সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময়, আপনি হয়তো তাকে জিজ্ঞেস করতে পারেন যে, বাইবেলের কোন সত্যটি তাকে সান্ত্বনা ও স্বস্তি প্রদান করেছে? শেষ পৃষ্ঠায়, যেখানে আমাদের বাইবেল অধ্যয়নের ব্যবস্থা সম্বন্ধে উল্লেখ করা হয়েছে, সেটার প্রতি তার মনোযোগ আকর্ষণ করুন এবং তাকে বাইবেল শিক্ষা দেয় বইটির একটি কপি দিন। যদি সম্ভব হয়, তাহলে তিনি যে-বিষয়টা বাছাই করেছেন, সেই বিষয়ে আরও তথ্য রয়েছে এমন অধ্যায় থেকে একটা বা দুটো অনুচ্ছেদ সংক্ষেপে আলোচনা করুন।
৭ যিহোবা তাদের অনুসন্ধান করছেন, যারা তাঁকে “আত্মায় ও সত্যে” উপাসনা করবে। (যোহন ৪:২৩) অন্যদেরকে সত্য জানতে সাহায্য করার জন্য আমরা সকলে যেন এই বিশেষ অভিযানে অংশ নিই!
[১ পৃষ্ঠার ক্যাপশন]
(ক্রমশ ৩ পৃষ্ঠার ১ম কলমে)
[৩ পৃষ্ঠার ক্যাপশন]
বিশেষ অভিযান (ক্রমশ)