২২ ফেব্রুয়ারি সপ্তাহের তালিকা
২২ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ২১ (১৯১)
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
fy পৃষ্ঠা ৩১ (উপশিরোনাম) - ৩৫ (উপশিরোনাম)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণের বিবরণ ১৯-২১
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
❑ পরিচর্যা সভা:
গান ১৮ (১৬২)
৫ মিনিট: ঘোষণাবলি।
১৫ মিনিট: মার্চ মাসের জন্য অর্পণ। দুজন প্রকাশকের সাক্ষাৎকার নিন ও তাদেরকে সেই মাসের অর্পণের জন্য সাহিত্যটির ব্যবহারিক বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করতে এবং এলাকায় কোন উপস্থাপনাগুলোকে তারা সফল বলে মনে করেছে, তা বলতে বলুন। প্রত্যেককে উপস্থাপনার নমুনা দেখাতে অথবা কোনো অভিজ্ঞতা অভিনয় করে দেখাতে বলুন, যেটাতে দেখানো হবে যে, বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য পুনর্সাক্ষাতে কীভাবে প্রকাশনাটি ব্যবহার করা যায়।
১৫ মিনিট: আগ্রহী ব্যক্তিদের যিহোবার সংগঠনের দিকে পরিচালিত করা। ২০০৫ সালের এপ্রিল মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি নিয়ে শ্রোতাদের সঙ্গে আলোচনা। শ্রোতাদের জিজ্ঞেস করুন যে, কোন কোন উপায়ে তারা আগ্রহী ব্যক্তিদের যিহোবার সংগঠনের দিকে পরিচালিত করেছে। এমন একজন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যিনি তার বাইবেল শিক্ষক তা করছেন বলে তা থেকে উপকৃত হয়েছেন।
গান ১৫ (১২৭)