২০ ডিসেম্বর সপ্তাহের তালিকা
২০ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
fy পৃষ্ঠা ১৮৬ (প্রথম উপশিরোনাম) - ১৮৮ (উপশিরোনাম)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ২ বংশাবলি ২০-২৪
নং. ১: ২ বংশাবলি ২০:১-১২
নং. ২: বিশুদ্ধ ওষ্ঠ বা ভাষা শেখা ও বলার সঙ্গে কী জড়িত? (সফ. ৩:৯)
নং. ৩: রক্তের একমাত্র সঠিক ব্যবহার (bh পৃষ্ঠা ১৩২ অনু. ১৭-পৃষ্ঠা ১৩৩ অনু. ১৯)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১৫ মিনিট: আপনি কি এটা করার চেষ্টা করেছেন? আলোচনা। একটি বক্তৃতার মাধ্যমে, আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সাম্প্রতিক প্রবন্ধগুলো থেকে সংক্ষেপে এই তথ্যগুলো পুনরালোচনা করুন: “লোকেদের সঙ্গে আমরা যেভাবে বাইবেল অধ্যয়ন করি, আপনি কি সেটার নমুনা প্রদর্শন করে দেখিয়েছেন?” ও “যেভাবে নতুন ব্যক্তিদের প্রচার করতে প্রশিক্ষণ দেওয়া যায়” (km ৫/১০) এবং “আপনি রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করতে পারেন!” (km ৮/১০)। এই প্রবন্ধগুলোতে দেওয়া পরামর্শগুলোকে তারা কীভাবে প্রয়োগ করার চেষ্টা করেছে এবং কীভাবে তারা উপকৃত হয়েছে, সেই সম্বন্ধে মন্তব্য করতে শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান।
১৫ মিনিট: “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর।” প্রশ্নোত্তর। প্রকাশনাটির বিশেষ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। নিয়মিতভাবে উপস্থিত হওয়ার এবং মন্তব্য করার ক্ষেত্রে পুরোপুরিভাবে অংশ নেওয়ার জন্য সকলকে উৎসাহ দিন।