“ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
১. কী উদ্দেশ্যে “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” বইটি প্রকাশ করা হয়েছিল?
১ জানুয়ারি মাসের ৩ তারিখের সপ্তাহ থেকে শুরু করে, মণ্ডলীর বাইবেল অধ্যয়নে “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” নামক নতুন বইটি অধ্যয়ন করার জন্য আমরা অধীরভাবে অপেক্ষা করে আছি! যিহোবার প্রত্যেক প্রেমিকের উদ্দেশে পরিচালকগোষ্ঠীর চিঠিটি এই কথাগুলো দিয়ে শেষ করে: “আমরা আন্তরিকভাবে আশা করি যে, এই প্রকাশনা আপনার জীবনে সত্যকে ক্রমাগত কাজে লাগানোর জন্য আপনাকে সাহায্য করবে আর এভাবে আপনি ‘অনন্ত জীবনের জন্য ঈশ্বরের প্রেমে’ নিজেকে রক্ষা করে চলবেন।—যিহূদা ২১.”
২. জীবনের কোন ক্ষেত্রগুলোতে এই নতুন বইটি আমাদের সাহায্য করবে?
২ যে-বিষয়গুলোর জন্য অপেক্ষা করে থাকা: কীভাবে বাইবেলের নীতিগুলো মেলামেশা, আমোদপ্রমোদ, কর্তৃপক্ষের প্রতি সম্মান, ব্যক্তিগত অভ্যাস, বিয়ে, কথাবার্তা ও বিভিন্ন প্রথার মতো ক্ষেত্রগুলোতে প্রয়োগ করা যায়? ঈশ্বরের বাক্যে প্রকাশিত ধার্মিকতার উচ্চ মানগুলো অনুসারে আমাদের বিবেক গঠিত হবে। (গীত. ১৯:৭, ৮) যিহোবার চিন্তাধারা সম্বন্ধীয় আমাদের বোধগম্যতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে, জীবনের সমস্ত ক্ষেত্রে আমাদের বাধ্যতাও তাঁকে খুশি করার এক ইচ্ছার দ্বারা পরিচালিত হবে।—হিতো. ২৭:১১; ১ যোহন ৫:৩.
৩. কেন প্রতি সপ্তাহের পাঠে অংশগ্রহণ করার জন্য আমাদের যথাসাধ্য করা উচিত?
৩ অংশগ্রহণ করার জন্য সংকল্পবদ্ধ হোন: প্রস্তুতি নেওয়ার সময়, তাঁর সমবেত লোকেদের মাঝে ঈশ্বরের প্রশংসা করাকে আপনার লক্ষ্য করুন। (ইব্রীয় ১৩:১৫) পুরো মণ্ডলী এই নতুন অধ্যয়ন প্রকাশনাটি একসঙ্গে বিবেচনা করবে। অল্প বিষয়বস্তু আমাদের সকলকে ভালোভাবে প্রস্তুতি নিতে সুযোগ করে দেবে ও আমরা যা শিখেছি, তা জানাতে আমাদেরকে আস্থা প্রদান করবে। আমাদের ভালোভাবে প্রস্তুতকৃত, সংক্ষিপ্ত মন্তব্যগুলো অন্যদেরকে প্রেমে ও সৎক্রিয়ায় উদ্দীপিত করে তুলবে এবং বিষয়বস্তুকে প্রাণবন্ত ও অর্থপূর্ণভাবে আলোচনা করার ক্ষেত্রে অবদান রাখবে। (ইব্রীয় ১০:২৪) এ ছাড়া, আমরা যখন আমাদের বিশ্বাস সম্বন্ধে মন্তব্যগুলো করি, তখন আমরা অনেক আনন্দ লাভ করতে পারি।
৪. কেন আমাদের জন্য যিহোবার আজ্ঞা সকল পালন করা অতীব গুরুত্বপূর্ণ?
৪ পৃথিবীতে একজন মানুষ হিসেবে তাঁর শেষ রাতে, যিশু যিহোবার আজ্ঞা সকল পালন করাকে ঈশ্বরের প্রেমে অবস্থিতি করার সঙ্গে তুলনা করেছিলেন। (যোহন ১৫:১০) ‘ঈশ্বরের প্রেম’ বইটির সাহায্যে আমরা দৈনন্দিন জীবনে বাইবেলের নীতিগুলোকে প্রয়োগ করার ব্যাপারে আগের চেয়ে আরও বেশি সংকল্পবদ্ধ হব এবং ‘ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করিব।’—যিহূদা ২১.