২৮ ফেব্রুয়ারি সপ্তাহের তালিকা
২৮ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৫ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv অধ্যায় ৪ অনু. ১-১১ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ইষ্টের ১-৫ (১০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা (২০ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: বার্তাকে ইতিবাচক রাখুন। পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ২০২ পৃষ্ঠার ওপর ভিত্তি করে আলোচনা। পরবর্তী মাসের অর্পণটি ব্যবহার করে, শেষ অনুচ্ছেদে দেওয়া প্রস্তাবনাগুলোর নমুনা প্রদর্শন করে দেখান।
১০ মিনিট: প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা থেকে উপকৃত হোন। প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০১১ পুস্তিকাটির ভূমিকার ওপর ভিত্তি করে আলোচনা। প্রতিদিন শাস্ত্রপদটি বিবেচনা করার জন্য সকলকে উৎসাহিত করুন। কখন শাস্ত্রপদটি পড়ার জন্য তারা সময় আলাদা করে রেখেছে এবং কীভাবে তারা উপকৃত হয়েছে, সেই বিষয়ে বর্ণনা করার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান। ২০১১ সালের বার্ষিক শাস্ত্রপদটি সংক্ষেপে পুনরালোচনা করুন। “ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলোতে দৈনিক শাস্ত্রপদটি আর বিবেচনা করা হবে না” নামক বিষয়বস্তুটি আলোচনা করুন।
১০ মিনিট: মার্চ মাসে পত্রিকাটি অর্পণ করার জন্য প্রস্তুত হোন। আলোচনা। পত্রিকাটির কয়েকটা বিষয় পুনরালোচনা করার জন্য এক বা দুই মিনিট নিন। এরপর দুটো বা তিনটে প্রবন্ধ বেছে নিন এবং একটা উপস্থাপনায় ব্যবহার করা যেতে পারে এমন প্রশ্ন ও শাস্ত্রপদগুলোর বিষয়ে প্রস্তাব দেওয়ার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে সেটার নমুনা দেখান।
গান ৩৩ এবং প্রার্থনা