ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলোতে দৈনিক শাস্ত্রপদটি আর বিবেচনা করা হবে না
আগে ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলোতে, পরিচর্যার সঙ্গে সম্পর্কযুক্ত হলে দৈনিক শাস্ত্রপদটি হয়তো সংক্ষেপে আলোচনা করা হতো। এটাতে রদবদল করা হচ্ছে। ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলোতে প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকাটি আলোচনার এক ভিত্তি হিসেবে আর ব্যবহার করা উচিত হবে না। আগের মতোই, পরিচালকরা হয়তো বাইবেল, আমাদের রাজ্যের পরিচর্যা, পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বই, যেভাবে বাইবেল আলোচনা শুরু করা ও তা চালিয়ে যাওয়া যায় পুস্তিকা এবং পরিচর্যার সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য বিষয়বস্তু ব্যবহার করতে পারে। যাদেরকে পরিচালনা করার কার্যভার দেওয়া হয় তাদের, সেই দিনে যারা পরিচর্যায় যাচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য ব্যবহারিক কিছু বলার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আগের মতোই, এই সভা ১০ থেকে ১৫ মিনিটের বেশি হওয়া উচিত নয় আর এই সভা যদি মণ্ডলীর কোনো সভার পর করা হয়, তাহলে আরও কম সময় নেওয়া উচিত।