ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০১ পৃষ্ঠা ৩
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ক্ষেত্রের পরিচর্যা সভা যে-উদ্দেশ্যসাধন করে
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো থেকে পুরোপুরিভাবে উপকার লাভ করুন
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলোতে দৈনিক শাস্ত্রপদটি আর বিবেচনা করা হবে না
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০১ পৃষ্ঠা ৩

প্রশ্ন বাক্স

▪ ক্ষেত্রের পরিচর্যা সভাগুলোতে কীধরনের বিষয়বস্তু আলোচনা করা উচিত?

ক্ষেত্রের পরিচর্যা সভা করার উদ্দেশ্য হল, সেই সভার পরে যে পরিচর্যার কাজে যাওয়া হয় সেটার ওপর আমাদের মনোযোগ রাখতে সাহায্য করা। সেইজন্য, পরিচালকের ভালভাবে প্রস্তুত হওয়া এবং উৎসাহজনক, নির্দিষ্ট ও ব্যবহারিক কিছু বিষয় বলার জন্য তৈরি থাকা দরকার। দিনের শাস্ত্রপদটা যদি সরাসরিভাবে প্রচার কাজ সম্বন্ধে আলোচনা করে, তাহলে সেটা পড়া ও সংক্ষেপে আলোচনা করা যেতে পারে। কিন্তু, এই সভায় প্রধানত প্রচার কাজ নিয়ে আলোচনা করা এবং সেই দিন যারা সাক্ষ্যদান করতে যাচ্ছেন তারা যাতে পরিচর্যা সম্পন্ন করার জন্য আরও ভালভাবে প্রস্তুত হতে পারেন, সেই বিষয়ে সকলকে সাহায্য করা উচিত।​—⁠২ তীম. ৪:⁠৫.

আমাদের রাজ্যের পরিচর্যা থেকে যে বিষয়গুলো কাজে লাগানো যায় সেগুলো আলোচনা করা যেতে পারে, যাতে আমরা সবাই নতুন অর্পণ সম্বন্ধে ও কীভাবে সেটাকে উপস্থাপনা করতে হবে সেই বিষয়ে অবগত থাকি। পত্রিকা অর্পণের দিনে “পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়” থেকে একটা নমুনা দেখানো যেতে পারে। অন্যান্য প্রচার অভিযানগুলোর জন্য, যুক্তি (ইংরেজি) বই থেকে একটা অথবা দুটো ভূমিকা তুলে ধরা যেতে পারে, যেগুলো স্থানীয় এলাকার জন্য উপযুক্ত। পরিচর্যার একটা দিক নিয়ে আলোচনা করা অথবা সেটার নমুনা দেখানো যেতে পারে, যেমন কীভাবে ঘরে ঘরে বাইবেল ব্যবহার করা যায়, যারা কথার মাঝে বাধা দেন তাদের সঙ্গে কীভাবে আলোচনা করা যায়, কীভাবে একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব রাখা যায় অথবা কীভাবে আগ্রহী ব্যক্তিদের কাছে পুনরায় ফিরে যাওয়া যায়।

ক্ষেত্রের পরিচর্যা সভাগুলো ১০ থেকে ১৫ মিনিটের বেশি হওয়া উচিত নয়, যার অন্তর্ভুক্ত হল দলগুলোকে সংগঠিত করা, প্রচারের এলাকা বলে দেওয়া এবং প্রার্থনা করা। সভা শেষ হয়ে গেলে, সভায় উপস্থিত সকলের জানা উচিত কে কার সঙ্গে কোথায় কাজ করতে যাচ্ছেন। প্রকাশকদের সাক্ষ্যদানকারী প্রতিটা জুড়িকে ঠিক কোথায় কাজ করতে হবে সেটা টেরিটরি ম্যাপ কার্ড-এ (s-১২) দেখিয়ে দেওয়া উচিত, যাতে দেরি না করে তারা তাদের নির্ধারিত এলাকায় চলে যেতে পারেন। এভাবে করলে এলাকায় বড় দল বেঁধে হেঁটে যাওয়া ও লোকেদের সামনে এলাকা ভাগ করা এড়ানো যাবে। এই সভা খুব অল্প সময়ের জন্য হবে এই কথা মনে রেখে সকলের ঠিক সময়ে পৌঁছানো দরকার। যখন মণ্ডলীর কোন একটা সভা যেমন প্রহরীদুর্গ অধ্যয়নের পর ক্ষেত্রের পরিচর্যা সভা হয়, তখন সেটা সংক্ষেপে করা উচিত। ইতিমধ্যেই যেহেতু সুন্দর একটা শাস্ত্রীয় আলোচনা করা হয়েছে, তাই দিনের শাস্ত্রপদ আলোচনা করার দরকার নেই।

প্রত্যেকটা ক্ষেত্রের পরিচর্যা সভা পরিচালনা করার জন্য যোগ্য বাপ্তাইজিত ভাইদের আগে থেকে দায়িত্ব দেওয়া উচিত। কোন নির্দিষ্ট দিনে নেতৃত্ব দেওয়ার জন্য যদি কাউকে পাওয়া না যায়, তাহলে প্রাচীনরা এমন বাপ্তাইজিত বোনদের নির্বাচন করতে পারেন, যারা প্রয়োজনের সময় সেই দায়িত্ব নিতে পারেন। বাকিরা যখন বসে যাবেন, তখন সেই বোন দলগতভাবে দিনের শাস্ত্রপদটা অথবা ক্ষেত্রের পরিচর্যার সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য কিছু বিষয় নিয়ে হয়তো আলোচনা শুরু করতে পারেন কিন্তু খুব অল্প কথায় তিনি তার আলোচনা শেষ করবেন। তিনি যেন মাথায় কাপড় দেন।

প্রচারে অংশ নেওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত ও সজ্জীভূত করতে ক্ষেত্রের পরিচর্যার সভাগুলো হল অপূর্ব সুযোগ। পরিচালক যত ভালমতো তৈরি হন, সকলে তত বেশি উপকার পান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার