ক্ষেত্রের পরিচর্যা সভা যে-উদ্দেশ্যসাধন করে
১. ক্ষেত্রের পরিচর্যা সভার উদ্দেশ্য কী?
১ একবার যিশু তাঁর ৭০ জন শিষ্যকে প্রচার অভিযানে পাঠানোর আগে তাদের সঙ্গে একটা সভা করেছিলেন। (লূক ১০:১-১১) তিনি তাদেরকে এই বিষয়টা মনে করিয়ে দেওয়ার মাধ্যমে উৎসাহিত করেছিলেন যে, তারা একা নন এবং ‘শস্যক্ষেত্রের স্বামী’ যিহোবা তাদের পরিচালনা দিচ্ছেন। এ ছাড়া, তিনি তাদেরকে এমন নির্দেশনা দিয়েছিলেন, যা তাদেরকে কাজ করার জন্য সুসজ্জিভূত করেছিল আর তিনি তাদেরকে “দুই দুই জন করিয়া” সংগঠিত করেছিলেন। বর্তমানে, পরিচর্যায় যাওয়ার আগে আমরা যে-সভাগুলো করে থাকি, সেগুলোরও একই উদ্দেশ্য রয়েছে—আমাদের উৎসাহিত করা, সুসজ্জিভূত করা এবং সংগঠিত করা।
২. ক্ষেত্রের পরিচর্যা সভা কতটা দীর্ঘ হওয়া উচিত?
২ বর্তমানে ক্ষেত্রের পরিচর্যা সভা ১০ থেকে ১৫ মিনিট দীর্ঘ হয়ে থাকে, যার অন্তর্ভুক্ত দল ভাগ করা, এলাকা দেখিয়ে দেওয়া এবং প্রার্থনা করা। কিন্তু, এখন এতে রদবদল করা হচ্ছে। এপ্রিল মাস থেকে শুরু করে, ক্ষেত্রের পরিচর্যা সভা পাঁচ থেকে সাত মিনিটের হবে। কিন্তু, এটা যখন মণ্ডলীর কোনো সভার পরে আয়োজিত করা হয়, তখন এটা আরও সংক্ষিপ্ত হওয়া উচিত কারণ উপস্থিত প্রত্যেকে ইতিমধ্যেই একটা উত্তম শাস্ত্রীয় আলোচনা উপভোগ করেছে। ক্ষেত্রের পরিচর্যা সভাকে সংক্ষিপ্ত রাখার মাধ্যমে সকলে পরিচর্যায় আরও বেশি সময় ব্যয় করতে পারবে। তা ছাড়া, অগ্রগামীরা এবং প্রকাশকরা যদি ইতিমধ্যেই প্রচার করা শুরু করে থাকেন, তাহলে তাদের কাজকে অল্প সময়ের জন্য বন্ধ রাখলে ভালো হবে।
৩. ক্ষেত্রের পরিচর্যা সভা কীভাবে আয়োজন করা যেতে পারে, যাতে তা প্রকাশকদের জন্য সাহায্যকারী হয়?
৩ ক্ষেত্রের পরিচর্যা সভা এমনভাবে আয়োজন করতে হবে, যাতে তা প্রকাশকদের জন্য সাহায্যকারী হয়। অনেক মণ্ডলী দেখেছে, ক্ষেত্রের পরিচর্যার একাধিক দল এক জায়গায় মিলিত না হয়ে বরং আলাদা আলাদাভাবে মিলিত হলে আরও বেশি সুবিধা হয়। এর ফলে, প্রকাশকরা ক্ষেত্রের পরিচর্যা সভায় এবং হয়তো-বা প্রচারের এলাকায় আরও সহজে পৌঁছাতে পারবে। অল্পসময়ের মধ্যেই প্রকাশকদের নির্দেশনা দেওয়া যাবে এবং দল অধ্যক্ষরা তাদের অধীনে থাকা ব্যক্তিদের প্রতি আরও সহজে মনোযোগ দিতে পারবে। প্রাচীনগোষ্ঠী স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে যে, তাদের জন্য কোনটা সর্বোত্তম হবে। এক সংক্ষিপ্ত প্রার্থনার মাধ্যমে সভা শেষ করার আগেই সকলের জানা উচিত, তারা কার সঙ্গে এবং কোথায় কাজ করবে।
৪. কেন ক্ষেত্রের পরিচর্যা সভাকে অন্যান্য সভার চেয়ে কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখা উচিত নয়?
৪ মণ্ডলীর অন্যান্য সভার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়: যেহেতু ক্ষেত্রের পরিচর্যা শুধুমাত্র তাদের জন্য আয়োজন করা হয়, যারা পরিচর্যায় যাবে, তাই এতে মণ্ডলীর সকলের উপস্থিত থাকার প্রয়োজন নেই। কিন্তু, এর মানে এই নয় যে, এই সভাকে হালকাভাবে দেখা উচিত অথবা মণ্ডলীর অন্যান্য সভার চেয়ে এর গুরুত্ব কম। আমাদের অন্যান্য সভার মতোই, ক্ষেত্রের পরিচর্যা সভাও যিহোবার এক ব্যবস্থা, যা আমাদেরকে প্রেম দেখানোর ও সৎক্রিয়া করার জন্য পরস্পরকে উদ্দীপিত করে তুলতে সাহায্য করে। (ইব্রীয় ১০:২৪, ২৫) তাই, যিনি সভা পরিচালনা করবেন, তার ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত, যাতে সেই আলোচনা যিহোবার সম্মান নিয়ে আসে এবং উপস্থিত সকলের জন্য উপকারী হয়। যদি সম্ভব হয়, তাহলে যে-প্রকাশকরা প্রচারে যাচ্ছেন, তাদের এই সভায় উপস্থিত থাকার প্রচেষ্টা করা উচিত।
ক্ষেত্রের পরিচর্যা সভাকে হালকাভাবে দেখা উচিত নয় অথবা মণ্ডলীর অন্যান্য সভার চেয়ে কম গুরুত্বপূর্ণ বলে মনে করা উচিত নয়
৫. (ক) ক্ষেত্রের পরিচর্যা সভা আয়োজন করার ব্যাপারে পরিচর্যা অধ্যক্ষের ভূমিকা কী? (খ) একজন বোনের কীভাবে ক্ষেত্রের পরিচর্যা সভা পরিচালনা করা উচিত?
৫ পরিচালক যেভাবে প্রস্তুতি নেবেন: সভায় কোনো অংশ ভালোভাবে উপস্থাপন করার জন্য একজন ব্যক্তির ভালোভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এইজন্য তাকে আগে থেকে কার্যভার সম্বন্ধে জানানো উচিত। ক্ষেত্রের পরিচর্যা সভার বেলায়ও একই বিষয় প্রযোজ্য। এটা ঠিক, যখন ক্ষেত্রের পরিচর্যার দলগুলো আলাদা আলাদাভাবে মিলিত হয়, তখন দল অধ্যক্ষ অথবা সহকারী তাদের দলের জন্য সভা পরিচালনা করেন। কিন্তু, মণ্ডলী যখন একত্রে ক্ষেত্রের পরিচর্যা সভার জন্য মিলিত হয়, তখন পরিচর্যা অধ্যক্ষ কাউকে সভা পরিচালনা করার জন্য নিযুক্ত করবেন। কোনো কোনো পরিচর্যা অধ্যক্ষ, এই সভা পরিচালনা করে থাকেন এমন সকলকে একটা তালিকা দিয়ে দেন এবং একটা কপি ইনফর্মেশন বোর্ডে লাগিয়ে রাখেন। কোন কোন ভাই এই সভা পরিচালনা করবেন, তা নির্ধারণ করার সময় পরিচর্যা অধ্যক্ষ উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করবেন কারণ এই সভার মান নির্ভর করে পরিচালকদের শিক্ষা দেওয়ার এবং বিভিন্ন বিষয় সংগঠিত করার ক্ষেত্রে তাদের দক্ষতার উপর। ক্ষেত্রের পরিচর্যা সভা পরিচালনা করার জন্য যদি কোনো প্রাচীন, পরিচারক দাস অথবা অন্য কোনো যোগ্য ভাই উপস্থিত থাকতে না পারেন, তাহলে পরিচর্যা অধ্যক্ষ একজন বোনকে তা পরিচালনা করার জন্য নিযুক্ত করবেন।—“যখন একজন বোনকে পরিচালনা করতে হয়” শিরোনামের প্রবন্ধটা দেখুন।
৬. যে-ভাই সভা পরিচালনা করার কার্যভার লাভ করেন, তার ভালোভাবে প্রস্তুতি নেওয়া কেন গুরুত্বপূর্ণ?
৬ আমরা যখন ঐশিক পরিচর্যা বিদ্যালয় কিংবা পরিচর্যা সভায় কোনো কার্যভার পাই, তখন আমরা গুরুত্বের সঙ্গে ও ভালোভাবে প্রস্তুতি নিই। আমাদের মধ্যে কেউ-ই নিশ্চয়ই সভায় যাওয়ার সময় এটা চিন্তা করবে না যে, তিনি বক্তৃতায় কী বলবেন। ক্ষেত্রের পরিচর্যা সভা পরিচালনা করার কার্যভারকেও একই দৃষ্টিতে দেখা উচিত। এখন যেহেতু ক্ষেত্রের পরিচর্যা সভা আরও সংক্ষিপ্ত হবে, তাই সভাকে অর্থপূর্ণ করে তোলার এবং সময়ে শেষ করার জন্য উত্তম প্রস্তুতি অপরিহার্য। উত্তম প্রস্তুতির অন্তর্ভুক্ত হল, আগে থেকে প্রচারের এলাকা নির্ধারণ করা।
৭. পরিচালক হয়তো কোন কোন বিষয়ে আলোচনা করতে পারেন?
৭ আলোচনার বিষয়: যেহেতু পরিস্থিতি এলাকা হিসেবে পরিবর্তিত হতে পারে, তাই বিশ্বস্ত দাস প্রতিটা ক্ষেত্রের পরিচর্যা সভার জন্য আউটলাইন প্রস্তুত করে না। “ক্ষেত্রের পরিচর্যা সভায় আপনি এই বিষয়গুলো আলোচনা করতে পারেন” শিরোনামের বাক্সে কয়েকটা সম্ভাব্য বিষয় তুলে ধরা হয়েছে। এই সভা সাধারণত একটা আলোচনার মতো করে পরিচালনা করা উচিত। কখনো কখনো, আগে থেকে প্রস্তুতকৃত একটা নমুনা অথবা jw.org ওয়েবসাইট থেকে কোনো ভিডিও অন্তর্ভুক্ত করা যেতে পারে যেমন, বাইবেল অধ্যয়নে কী হয়? এবং কিংডম হলে কী হয়? ক্ষেত্রের পরিচর্যা সভার জন্য প্রস্তুতি নেওয়ার সময় একজন পরিচালক বিবেচনা করবেন যে, যারা সেইদিন প্রচারে যাবে, তাদের কীভাবে উৎসাহিত ও সুসজ্জীভূত করা যায়।
ক্ষেত্রের পরিচর্যা সভার জন্য প্রস্তুতি নেওয়ার সময় একজন পরিচালক বিবেচনা করবেন যে, যারা সেইদিন প্রচারে যাবে, তাদের কীভাবে উৎসাহিত ও সুসজ্জীভূত করা যায়
৮. শনিবার ও রবিবারে ক্ষেত্রের পরিচর্যা সভায় কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা উপকারজনক হবে?
৮ উদাহরণ স্বরূপ, শনিবারে অধিকাংশ প্রকাশক প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা অর্পন করে থাকেন। যারা শনিবারে প্রচারে যান, তাদের মধ্যে অনেকেই হয়তো সাপ্তাহিক দিনগুলোতে প্রচারে যেতে পারেন না, তাই তারা নিজেদের পারিবারিক উপাসনার সন্ধ্যায় যে-উপস্থাপনা প্রস্তুত করেছিলেন, সেটা হয়তো ভুলে যেতে পারেন। এই কারণে পরিচালক যদি আমাদের রাজ্যের পরিচর্যা-র পিছনের পৃষ্ঠায় নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা পুনরালোচনা করেন, তাহলে তা উপকারজনক হবে। এ ছাড়া, পত্রিকা উপস্থাপন করার সময় কীভাবে স্থানীয় কোনো সংবাদ, ঘটনা অথবা ছুটির দিন সম্বন্ধে তথ্য তুলে ধরা যেতে পারে অথবা গৃহকর্তা যদি পত্রিকা গ্রহণ করেন, তাহলে কীভাবে পরবর্তী সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করা যেতে পারে, তা নিয়ে আলোচনা করা যেতে পারে। ক্ষেত্রের পরিচর্যা সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ যদি, যে-পত্রিকা অর্পন করার কথা, সেটা ইতিমধ্যে অর্পন করে থাকেন, তাহলে পরিচালক হয়তো তাদেরকে সংক্ষেপে সাহায্যকারী তথ্য দেওয়ার জন্য অথবা উৎসাহজনক কোনো অভিজ্ঞতা বলার জন্য অনুরোধ করতে পারেন। রবিবারে পরিচালক সেই মাসের অর্পন ব্যবহার করে একইভাবে সভা পরিচালনা করতে পারেন। অধ্যয়ন প্রকাশনা, যেমন সুসমাচার ও ঈশ্বরের কথা শুনুন ব্রোশার এবং বাইবেল শিক্ষা দেয় বই যেকোনোদিন অর্পন করা যেতে পারে, তাই পরিচালক সংক্ষেপে আলোচনা করতে পারেন যে, এইরকম কোনো প্রকাশনা কীভাবে অর্পন করা যেতে পারে।
৯. কোনো বিশেষ অভিযানে অংশগ্রহণ করার সময়, সপ্তাহান্তগুলোতে কী আলোচনা করা যেতে পারে?
৯ মণ্ডলী যদি সপ্তাহান্তে বিশেষ অভিযানে অংশগ্রহণ করে থাকে, তাহলে পরিচালক হয়তো কীভাবে সেই আমন্ত্রণপত্র বা ট্র্যাক্টের সঙ্গে সাম্প্রতিক পত্রিকা অর্পন করা যেতে পারে অথবা গৃহকর্তা আগ্রহ দেখিয়ে থাকলে কী করা যেতে পারে, সেই সম্বন্ধে আলোচনা করতে পারেন। আরেকটা উপায় হতে পারে, এমন অভিজ্ঞতাগুলো বলা যেগুলো অভিযানের গুরুত্বকে তুলে ধরে।
১০, ১১. ক্ষেত্রের পরিচর্যা সভাকে সফল করে তোলার জন্য প্রকাশকদের প্রস্তুতি নেওয়া কেন গুরুত্বপূর্ণ?
১০ প্রকাশকরা যেভাবে প্রস্তুতি নেবেন: প্রকাশকরাও ক্ষেত্রের পরিচর্যা সভাকে সফল করে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারেন। প্রচারের জন্য আগে থেকে, হতে পারে নিজেদের পারিবারিক উপাসনার সময় প্রস্তুতি নেওয়ার ফলে তারা অন্য প্রকাশকদের উৎসাহিত করতে পারবেন। ভালো প্রস্তুতির অন্তর্ভুক্ত হল, ক্ষেত্রের পরিচর্যা সভায় আসার আগেই পত্রিকা এবং সাহিত্যাদি নেওয়া, যাতে সকলে দেরি না করেই এলাকায় চলে যেতে পারেন।
১১ এ ছাড়া, ক্ষেত্রের পরিচর্যা সভা শুরু হওয়ার কয়েক মিনিট আগে পৌঁছানোর জন্য পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। এটা ঠিক, আমরা মণ্ডলীর সমস্ত সভায় ঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য প্রচেষ্টা করি। কিন্তু, আমরা যখন ক্ষেত্রের পরিচর্যা সভায় দেরি করে পৌঁছাই, তখন তা অন্যদের বিঘ্নিত করতে পারে। কীভাবে? যে-ভাই নেতৃত্ব নিচ্ছেন, তিনি দল ভাগ করার আগে বিভিন্ন বিষয় বিবেচনা করেন। যদি অল্পসংখ্যক প্রকাশক উপস্থিত থাকেন, তাহলে তিনি হয়তো সকলকে এমন এলাকায় পাঠাতে পারেন যেখানে আগে কিছুটা কাজ করা হয়েছে। কেউ যদি ক্ষেত্রের পরিচর্যা সভার জন্য অনেকটা হেঁটে আসেন অথবা এলাকা যদি বেশ দূরে হয়, তাহলে পরিচালক হয়তো তাদেরকে এমন প্রকাশকদের সঙ্গে দিতে পারেন, যারা গাড়ি চালিয়ে এসেছেন। সেই এলাকা যদি অপরাধপ্রবণ হয়, তাহলে তিনি হয়তো ভাইদেরকে বোনদের দলের সঙ্গে অথবা তাদের কাছাকাছি কাজ করার জন্য বলতে পারেন। তিনি হয়তো শারীরিকভাবে দুর্বল প্রকাশকদের সমতল এলাকায় অথবা বেশি সিঁড়ি নেই, এমন ঘরগুলোতে কাজ করতে দিতে পারেন। নতুন প্রকাশকদের হয়তো অভিজ্ঞ প্রকাশকদের সঙ্গে কাজ করার জন্য বলা হতে পারে। কিন্তু, প্রকাশকরা যদি দেরি করে পৌঁছায়, তাহলে তাদের জন্য সেই ব্যবস্থাগুলো আবার পরিবর্তন করতে অথবা নতুন করে করতে হয়। এটা ঠিক, কখনো কখনো আমাদের হয়তো দেরি করে আসার পিছনে যুক্তিযুক্ত কারণ থাকতে পারে। কিন্তু, দেরি করে আসা যদি আমাদের অভ্যাস হয়, তাহলে আমরা হয়তো নিজেদেরকে জিজ্ঞেস করতে পারি যে, ক্ষেত্রের পরিচর্যা সভার প্রতি আমার কি উপলব্ধির অভাব রয়েছে নাকি আমি আগে থেকে আমার কাজগুলো গোছাতে পারি না।
১২. সাধারণত আপনি যদি নিজের সঙ্গী নিজেই বাছাই করে থাকেন, তাহলে আপনি কী বিবেচনা করতে পারেন?
১২ যে-প্রকাশকরা প্রচারের জন্য একত্রিত হন, তারা হয়তো ক্ষেত্রের পরিচর্যা সভা শুরু হওয়ার আগে নিজেদের সঙ্গী বেছে নিতে পারেন অথবা পরিচালক হয়তো তাদের সঙ্গী বাছাই করে দিতে পারেন। সাধারণত আপনি যদি নিজের সঙ্গী নিজেই বাছাই করে থাকেন, তাহলে আপনি কি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সবসময় কাজ না করে বরং বিভিন্ন প্রকাশকদের সঙ্গে কাজ করার মাধ্যমে “প্রশস্ত” হতে পারেন? (২ করি. ৬:১১-১৩) আপনি কি কখনো কখনো একজন নতুন প্রকাশকের সঙ্গে কাজ করার মাধ্যমে তাকে শিক্ষাদানের ক্ষমতায় উন্নত করতে সাহায্য করতে পারেন? (১ করি. ১০:২৪; ১ তীম. ৪:১৩, ১৫) আপনাকে যখন নির্দেশনা দেওয়া হয়, যার অন্তর্ভুক্ত হতে পারে কোথায় প্রচার শুরু করতে হবে, তখন সেগুলো ভালোভাবে শুনুন। সভা শেষ হওয়ার পর ব্যবস্থাগুলো পরিবর্তন করা এড়িয়ে চলুন এবং দেরি না করে এলাকায় চলে যান।
১৩. ক্ষেত্রের পরিচর্যা সভায় অংশগ্রহণকারী সকলে যদি বিচক্ষণ হয় এবং নিজেদের দায়িত্ব পালন করে, তাহলে এই সভা কীভাবে আমাদের উপকৃত করবে?
১৩ যিশু যে-সত্তর জন শিষ্যকে পরিচর্যায় পাঠিয়েছিলেন, তারা প্রচার করার পর ‘আনন্দে ফিরিয়া আসিয়াছিলেন।’ (লূক ১০:১৭) কোনো সন্দেহ নেই, প্রচারে যাওয়ার আগে যিশু তাদের সঙ্গে যে-সভা করেছিলেন, তা সত্যিই তাদেরকে সফল হতে সাহায্য করেছিল। বর্তমানেও, ক্ষেত্রের পরিচর্যা সভা সকলকে একইভাবে উপকৃত করতে পারে। ক্ষেত্রের পরিচর্যা সভায় অংশগ্রহণকারী সকলে যদি বিচক্ষণ হয় এবং নিজেদের দায়িত্ব পালন করে, তাহলে এই সভা আমাদেরকে “সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য” দেওয়ার দায়িত্ব পালন করার জন্য উৎসাহিত করবে, সুসজ্জিভূত করবে এবং সংগঠিত করবে।—মথি ২৪:১৪.