খ্রিস্টীয় জীবনযাপন
ক্ষেত্রের পরিচর্যা সভাকে আরও কার্যকরী করার কিছু উপায়
মণ্ডলীর অন্য সমস্ত সভার মতো ক্ষেত্রের পরিচর্যা সভাও যিহোবার কাছ থেকে একটা ব্যবস্থা, যা আমাদের প্রেম দেখানোর এবং উত্তম কাজ করার ব্যাপারে পরস্পরকে উদ্দীপিত করতে সাহায্য করে। (ইব্রীয় ১০:২৪, ২৫) এই সভা যেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হয়, যেটার অন্তর্ভুক্ত দল ভাগ করা, এলাকা নির্ধারণ করা এবং প্রার্থনা করা। (সেই সভার পর যদি আরেকটা সভা হয়, তা হলে সেটা আরও ছোটো হওয়া উচিত।) পরিচালক সভার বিষয়বস্তু এমনভাবে তৈরি করবেন, যাতে সেই দিন যারা পরিচর্যায় অংশ নেবে, তাদের জন্য তা কার্যকরী হয়। উদাহরণ স্বরূপ, শনিবারে যারা প্রচারে অংশ নেন, তাদের মধ্যে অনেকে যেহেতু সাপ্তাহিক দিনগুলোতে প্রচারে যেতে পারে না, তাই সেই দিন গৃহকর্তাকে আমরা কী বলতে পারি, কেবল তা নিয়ে আলোচনা করা কার্যকরী হবে। অন্য আর কোন বিষয়গুলো আলোচনা করা উপকারজনক হতে পারে?
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা থেকে কথোপকথনের কোনো নমুনা
কোনো চলতি ঘটনা অথবা খবরের রিপোর্ট ব্যবহার করে যেভাবে আলোচনা শুরু করা যায়
সাধারণত আপত্তি জানানো হয় এমন কোনো বিষয় উত্থাপিত হলে যেভাবে কথা বলা যায়
নাস্তিক, বিবর্তনবাদে বিশ্বাস করেন অথবা অন্য ভাষায় কথা বলেন এমন কোনো ব্যক্তি কিংবা আপনার এলাকায় সাধারণ নয় এমন কোনো ধর্মের লোকের সঙ্গে দেখা হলে যেভাবে কথা বলা যায়
jw.org ওয়েবসাইট, JW Library অ্যাপ অথবা বাইবেলের কোনো বৈশিষ্ট্য যেভাবে ব্যবহার করা যায়
শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে যেভাবে একটা হাতিয়ার ব্যবহার করা যায়
পরিচর্যার কোনো নির্দিষ্ট ক্ষেত্রে যেভাবে কাজ করা যায়, যেমন, টেলিফোনে সাক্ষ্য দেওয়া, চিঠি লিখে প্রচার করা, জনসাধারণ্যে সাক্ষ্য দেওয়া, পুনর্সাক্ষাৎ করা অথবা বাইবেল অধ্যয়ন পরিচালনা করা
নিরাপত্তা, সহজেই মানিয়ে নেওয়া, উত্তম আচরণ করা, নিরুৎসাহিত না হওয়া অথবা এইরকম কোনো বিষয় মনে করিয়ে দেওয়া
পড়ার ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা করে চলুন ব্রোশার থেকে কোনো পাঠ অথবা ভিডিও
প্রচারে আপনার সঙ্গীকে যেভাবে উৎসাহিত ও সাহায্য করা যায়
পরিচর্যার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো শাস্ত্রপদ অথবা ক্ষেত্রের পরিচর্যার কোনো উৎসাহজনক অভিজ্ঞতা