ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০১১ সালের ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ২০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন।
১. হিষ্কিয় তার রাজত্বের শুরুতে কোন কাজ আরম্ভ করেছিলেন আর আজকে কীভাবে আমরা তাকে অনুকরণ করতে পারি? (২ বংশা. ২৯:১৬-১৮) [w০৯ ৬/১৫ পৃষ্ঠা ৯ অনু. ১৩]
২. কীভাবে ২ বংশাবলি ৩৬:২১ পদটি যিরমিয় ২৫:৮-১১ পদে লিপিবদ্ধ ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতার ওপর জোর দেয়? [w০৬ ১১/১৫ পৃষ্ঠা ৩২ অনু. ১-৪]
৩. কীভাবে ইষ্রা ৩:১-৬ পদ এই শাস্ত্রীয় প্রমাণকে সমর্থন করে যে, যিরূশালেমের ৭০ বছরের জনশূন্য অবস্থা একেবারে সঠিক সময়ে শেষ হয়েছিল? [w০৬ ১/১৫ পৃষ্ঠা ১৯ অনু. ২]
৪. কেন ইষ্রা দেশ-নিবাসী জাতিগণের বা পরজাতীয়দের সঙ্গে বিয়ে করার বিষয়টা শুনে বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন? (ইষ্রা ৯:১-৩) [w০৬ ১/১৫ পৃষ্ঠা ২০ অনু. ১]
৫. “প্রধানবর্গ” কারা ছিল আর তাদের কোন মনোভাব আমাদের এড়িয়ে চলা উচিত? (নহি. ৩:৫) [w০৬ ২/১ পৃষ্ঠা ১০ অনু. ১]
৬. কীভাবে দেশাধ্যক্ষ নহিমিয় খ্রিস্টান অধ্যক্ষদের জন্য এক উত্তম উদাহরণ? (নহি. ৫:১৪-১৯) [w০৬ ২/১ পৃষ্ঠা ১০ অনু. ৪]
৭. নহিমিয়ের দিনের ইস্রায়েলীয়দের মতো, কীভাবে আমরা ‘আপনাদের ঈশ্বরের গৃহকে’ ত্যাগ করা এড়াতে পারি? (নহি. ১০:৩২-৩৯) [w৯৮ ১০/১৫ পৃষ্ঠা ২১-২২ অনু. ১২]
৮. নহিমিয়ের কার্যধারা সম্বন্ধে চিন্তা করা আমাদের নিজেদের কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করার কারণস্বরূপ হয়? (নহি. ১৩:৩১) [w৯৬ ৯/১ পৃষ্ঠা ২৬ অনু. ৩]
৯. রাজা অহশ্বেরশের সঙ্গে ইষ্টেরের কি অনৈতিক যৌনসম্পর্ক ছিল? (ইষ্টের ২:১৪-১৭) [w০৬ ৩/১ পৃষ্ঠা ৯ অনু. ৪]
১০. কেন মর্দখয় হামনের কাছে নত হতে প্রত্যাখ্যান করেছিলেন? (ইষ্টের ৩:২, ৪) [w০৬ ৩/১ পৃষ্ঠা ৯ অনু. ৫]