৭ মার্চ সপ্তাহের তালিকা
৭ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৮ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv অধ্যায় ৪ অনু. ১২-২১, ৪৮ পৃষ্ঠায় দেওয়া বাক্স (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ইষ্টের ৬-১০ (১০ মিনিট)
নং. ১: ইষ্টের ৭:১-১০ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: যিহোবাকে উপাসনা করার সঙ্গে কী জড়িত?—bh পৃষ্ঠা ১৪৮ অনু. ৮ (৫ মিনিট)
নং. ৩: যিহোবার ওপর আস্থা রাখার এক সাহসী উদাহরণ—my গল্প ৫২ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: প্রত্যয় উৎপাদন করার মতো করে শিক্ষা দিন। পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ২৫৫-২৫৭ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা। বিষয়বস্তু থেকে সংক্ষেপে একটা অথবা দুটো বিষয়ের নমুনা প্রদর্শন করে দেখান।
১০ মিনিট: ট্র্যাক্টগুলোর সদ্ব্যবহার করুন। আলোচনা। স্থানীয়ভাবে পাওয়া যাচ্ছে এমন কয়েকটা ট্র্যাক্টের তালিকা করুন। কখন সেগুলোকে হয়তো ব্যবহার করা যেতে পারে ও কেন সেগুলো আকৃষ্টকর, তা বিবেচনা করুন। শ্রোতারা কীভাবে সেগুলোর সদ্ব্যবহার করতে সমর্থ হয়েছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানান। একটা অথবা দুটো নমুনা অন্তর্ভুক্ত করুন।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
গান ৩৫ এবং প্রার্থনা