১৫ আগস্ট সপ্তাহের তালিকা
১৫ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৭ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv অধ্যায় ১১ অনু. ১-৯ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: গীতসংহিতা ১০২-১০৫ (১০ মিনিট)
নং. ১: গীতসংহিতা ১০৫:১-২৪ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: হিংসা করার ফাঁদ এড়িয়ে চলুন—my গল্প ৫৯ (৫ মিনিট)
নং. ৩: অন্যদেরকে বাইবেলের সত্য জানানো—bh পৃষ্ঠা ১৭৭ অনু. ৮-১১ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: নতুন ব্যক্তিদের উন্নতি করতে সাহায্য করুন। ২০০৫ সালের ১ ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ৩১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা।
২০ মিনিট: “উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা—ছাত্র-ছাত্রীদের সংগঠনের দিকে পরিচালিত করা।” প্রশ্নোত্তর। একটা সংক্ষিপ্ত নমুনা অন্তর্ভুক্ত করুন, যেটাতে দেখানো হচ্ছে যে, একজন প্রকাশক এক নতুন বাইবেল ছাত্র বা ছাত্রীকে যিহোবার সাক্ষিরা—তারা কারা? তারা কী বিশ্বাস করে? ব্রোশারটির একটি কপি দেন। প্রকাশক ব্রোশারের ২০ পৃষ্ঠায় দেওয়া ছবিটির প্রতি মনোযোগ আকর্ষণ করেন এবং সংক্ষেপে জনসাধারণের সভা সম্বন্ধে ব্যাখ্যা করেন। তিনি পরবর্তী জনসাধারণের বক্তৃতার শিরোনামটি উল্লেখ করেন এবং সেটাতে উপস্থিত থাকার জন্য ছাত্র বা ছাত্রীকে আমন্ত্রণ জানান।
গান ৪৭ এবং প্রার্থনা