ক্ষেত্রের পরিচর্যার লক্ষণীয় বিষয়গুলো
মার্চ ২০১১
মার্চ মাসে ৩৩,৮০৩ জন প্রকাশকের এক নতুন শীর্ষ সংখ্যা তাদের ক্ষেত্রের পরিচর্যার বিষয়ে রিপোর্ট করেছিল। এর অন্তর্ভুক্ত ছিল ৩,১১৭ জন নিয়মিত অগ্রগামী আর এটাও সর্বকালের এক শীর্ষ সংখ্যা ছিল। সেই মাসে মোট ৩৮,২৮৩টা গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করা হয়েছিল।