নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
সেপ্টেম্বর মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
একজন আগ্রহী গৃহকর্তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন: “যদিও অনেকে যিশুকে একজন ভালো মানুষ হিসেবে সম্মান করে কিন্তু যিশু আসলে কে ছিলেন বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে একটি শাস্ত্রপদ দেখাতে পারি যেটি আমাদেরকে জানায় যে, যিশু খ্রিস্ট কোথা থেকে এসেছেন?” গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে কলসীয় ১:১৫, ১৬ পদ পড়ুন। এরপর তাকে জুলাই থেকে সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকার একটি কপি দিন এবং ২৮ পৃষ্ঠায় দেওয়া প্রথম উপশিরোনামের নীচে দেওয়া বিষয়বস্তুটি একসঙ্গে বিবেচনা করুন। পত্রিকাটি অর্পণ করুন এবং পরবর্তী প্রশ্নটা আলোচনা করার জন্য ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।
প্রহরীদুর্গ জুলাই থেকে সেপ্টেম্বর
“বিশ্বের অনেক জায়গায় জুয়াখেলা খুবই জনপ্রিয়। ব্যক্তিগতভাবে আপনি জুয়াখেলাকে কীভাবে দেখেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে একটি নীতি দেখাতে পারি যেটি এই বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিতে পারে? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে যাত্রাপুস্তক ২০:১৭ পদ পড়ুন।] এই প্রবন্ধটি জুয়াখেলার বিষয়ে বাইবেলের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে।” ৩০ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি দেখান।