ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/১১ পৃষ্ঠা ২
  • ইতস্তত বোধ করো না

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ইতস্তত বোধ করো না
  • ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অল্পবয়স্কেরা—তোমাদের বিদ্যালয় শিক্ষার সুযোগের সদ্ব্যবহার কর
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনাদের সন্তানরা কি প্রস্তুত?
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে নাম নথিভুক্ত করা
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ২০০২ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/১১ পৃষ্ঠা ২

ইতস্তত বোধ করো না

১. কীসের জন্য সাহসের দরকার আর কেন?

১ তোমাকে উপহাস করা হবে এই ভয়ে তুমি কি কখনো স্কুলে সাক্ষ্যদান করার বিষয়ে ইতস্তত বোধ করেছ? কথা বলার জন্য অবশ্যই সাহসের দরকার, বিশেষ করে তুমি যদি লাজুক প্রকৃতির হও। কী তোমাকে সাহায্য করবে?

২. স্কুলে সাক্ষ্যদান করার সঙ্গে কীভাবে উত্তম বিচারবুদ্ধি থাকা জড়িত?

২ উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করো: যদিও স্কুলকে যথার্থভাবে তোমার ব্যক্তিগত এলাকা হিসেবে বিবেচনা করা যেতে পারে, কিন্তু মনে রেখো যে, ঘরে ঘরে প্রচার করার সময়ে তুমি যেভাবে প্রত্যেকের সঙ্গে আধ্যাত্মিক আলোচনা শুরু করে থাকো, সেইভাবে প্রত্যেকের সঙ্গে আলোচনা শুরু করতে পারবে না। কখন কথা বলা যেতে পারে সেটা নির্ধারণ করার জন্য উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করো। (উপ. ৩:১, ৭) ক্লাসের কোনো আলোচনার বিষয় অথবা স্কুলে দেওয়া কার্যভার হয়তো তোমাকে তোমার বিশ্বাস সম্বন্ধে বলার সুযোগ করে দিতে পারে। অথবা একজন সহছাত্র বা ছাত্রী হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে, কেন তুমি নির্দিষ্ট কিছু কাজকর্মে অংশ নাও না। কিছু খ্রিস্টান স্কুল শুরুর প্রথম বছরেই তাদের শিক্ষক-শিক্ষিকাদেরকে জানিয়ে দিয়েছে যে, তারা যিহোবার সাক্ষি এবং আমাদের বিশ্বাস সম্বন্ধে ব্যাখ্যা করে এমন সাহিত্যাদি শিক্ষক-শিক্ষিকাদের দিয়েছে। অন্যরা নিজেদের ডেস্কে সাহিত্যাদি ছেড়ে এসেছে যাতে সহপাঠীরা তাদেরকে সেই সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞেস করে।

৩. কীভাবে তুমি স্কুলেতে সাক্ষ্যদান করার জন্য প্রস্তুত থাকতে পারো?

৩ প্রস্তুত থাক: তুমি যদি প্রস্তুত থাক, তাহলে তোমার আস্থা বৃদ্ধি পাবে। (১ পিতর ৩:১৫) তাই, উত্থাপিত হতে পারে এমন প্রশ্নগুলোর জন্য প্রস্তুত থাকার চেষ্টা করো আর কীভাবে তুমি উত্তর দিতে পারো, সেই সম্বন্ধে চিন্তা করো। (হিতো. ১৫:২৮) যদি সম্ভব হয়, তাহলে স্কুলে নিজের সঙ্গে তোমার বাইবেল এবং কিছু প্রকাশনা যেমন যুক্তি (ইংরেজি) বই, যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) বইগুলো ও সৃষ্টি সম্বন্ধীয় সাহিত্যগুলো রাখো, যাতে প্রয়োজন হলে তুমি সেগুলোকে দেখাতে পারো। তোমার পারিবারিক উপাসনার সময়ে, মহড়া পর্বগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য তোমার বাবা-মাকে বলো।

৪. কেন স্কুলে তোমার সাক্ষ্যদান করে চলা উচিত?

৪ ইতিবাচক হও: এমনটা ধরে নিও না যে, সত্য সম্বন্ধে কথা বললে তোমার সহপাঠীরা সবসময়ই তোমাকে উপহাস করবে। সম্ভবত, কেউ কেউ তোমাকে তোমার সাহসের জন্য প্রশংসা করবে আর এমনকী তোমার কথা শুনবে। কিন্তু, কেউ যদি সাড়া না দেয়, তাহলে নিরুৎসাহিত হয়ো না। তোমার প্রচেষ্টায় যিহোবা খুশি হবেন। (ইব্রীয় ১৩:১৫, ১৬) ‘সম্পূর্ণ সাহসের সহিত বলিতে’ তোমাকে সাহায্য করার জন্য তুমি তাঁর কাছে ক্রমাগত প্রার্থনা করো। (প্রেরিত ৪:২৯; ২ তীম. ১:৭, ৮) যখন কেউ তোমার কথা শোনে, তখন তুমি যে কতখানি রোমাঞ্চিত হবে, তা কল্পনা করো। পরিশেষে, এমনকী সেই ব্যক্তি হয়তো যিহোবার একজন সহদাস হয়ে উঠতে পারেন!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার