নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
নভেম্বর মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য
“আমাদের প্রত্যেকেরই পরিবারে এমন সদস্য বা বন্ধুবান্ধব ছিল যারা মারা গিয়েছে। আমরা কি আবারও তাদের দেখতে পাব? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে পবিত্র শাস্ত্রে পাওয়া এক সান্ত্বনাদায়ক বাক্য দেখাতে পারি?” গৃহকর্তা যদি একমত হন, তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ২০ পৃষ্ঠায় প্রথম উপশিরোনামের অধীনে থাকা বিষয়বস্তুটি এবং উল্লেখিত শাস্ত্রপদগুলোর একটি পড়ুন ও আলোচনা করুন। পত্রিকাটি অর্পণ করুন এবং পরের প্রশ্নের উত্তরটা আলোচনা করার জন্য ফিরে আসার ব্যবস্থা করুন।
প্রহরীদুর্গ অক্টোবর থেকে ডিসেম্বর
“সন্তান থাকা হল জীবনের সবচেয়ে বড়ো এক আনন্দ। বাচ্চা জন্ম হওয়ার সঙ্গে যে-প্রতিদ্বন্দ্বিতাগুলো আসে কীভাবে বাবা-মারা সেগুলোর সঙ্গে মোকাবিলা করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে এমন একটি শাস্ত্রীয় নীতি দেখাতে পারি যেটি সাহায্যকারী হবে? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে ১ করিন্থীয় ১৩:৪, ৫ পদ পড়ুন।] এই প্রবন্ধটি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার ব্যবহারিক উপায়গুলো সম্বন্ধে আলোচনা করে।” “নতুন বাবা-মা হওয়ার প্রতিদ্বন্দ্বিতাগুলো” শিরোনামের প্রবন্ধটি দেখান।