ক্ষেত্রের পরিচর্যার লক্ষণীয় বিষয়গুলো
আগস্ট ২০১১
বিগত পরিচর্যা বছর দেশের ৩৭,০৯৫ জন প্রকাশকের এক নতুন শীর্ষ সংখ্যা দিয়ে শেষ হয়েছিল। এ ছাড়া, মাস জুড়ে আমাদের ৩,৪৪৯ জন নিয়মিত অগ্রগামীদের এক নতুন শীর্ষ সংখ্যাও ছিল। নিশ্চিতভাবেই, যিহোবা কাজকে ত্বরান্বিত করছেন আর মেষতুল্য ব্যক্তিরা সুসমাচারের প্রতি সাড়া দিচ্ছে।