১৩ ফেব্রুয়ারি সপ্তাহের তালিকা
১৩ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ৩ অনু. ১-১৪ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিশাইয় ৫২-৫৭ (১০ মিনিট)
নং. ১: যিশাইয় ৫৬:১-১২ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: কীভাবে পিতরের আনুগত্যের উদাহরণ আমাদেরকে উপকৃত করে?—যোহন ৬:৬৮, ৬৯ (৫ মিনিট)
নং. ৩: ঈশ্বর তাঁর ভাববাদীদের মাধ্যমে কথা বলেন—bm পৃষ্ঠা ১৭ খণ্ড ১৪ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: আপনাদের সন্তানদের যিহোবাকে ভালোবাসতে শিক্ষা দিন—ভাগ ১. ২০০৭ সালের ১ সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ২৬, ২৭ পৃষ্ঠার ১-৪ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বক্তৃতা।
১০ মিনিট: যারা ‘ক্ষান্ত না হইয়া’ প্রচার করে, তাদের জন্য বিভিন্ন আশীর্বাদ রয়েছে। ২০০৮ সালের ১৫ জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ১৪-১৬ পৃষ্ঠার ১০-১৬ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে আলোচনা। শিক্ষণীয় বিষয়ের ওপর শ্রোতাদেরকে মন্তব্য করতে আমন্ত্রণ জানান।
১০ মিনিট: “আপনার পরিচর্যাকে বৃদ্ধি করার জন্য এখনই পরিকল্পনা করুন।” প্রশ্নোত্তর। ৩ অনুচ্ছেদ বিবেচনা করার সময়, মার্চ, এপ্রিল ও মে মাসে ক্ষেত্রের পরিচর্যার সভাগুলোর জন্য স্থানীয় ব্যবস্থাদির বিষয়ে উল্লেখ করার জন্য পরিচর্যা অধ্যক্ষকে আমন্ত্রণ জানান।
গান ১৬ এবং প্রার্থনা