আপনার পরিচর্যাকে বৃদ্ধি করার জন্য এখনই পরিকল্পনা করুন
১. স্মরণার্থ মরসুম সম্বন্ধে তাৎপর্যপূর্ণ বিষয়টা কী আর কীভাবে আমরা এর জন্য প্রস্তুতি নিতে পারি?
১ প্রতিটা স্মরণার্থ মরসুম আমাদেরকে ‘সদাপ্রভুর অতিশয় স্তব করিবার’ জন্য নতুন নতুন সুযোগ প্রদান করে। (গীত. ১০৯:৩০) যিনি মুক্তির মূল্য প্রদান করেছেন, তাঁর প্রতি উপলব্ধি দেখানোর একটা উপায় হিসেবে আপনি কি মার্চ মাসে আপনার পরিচর্যাকে বৃদ্ধি করবেন? এখনই হল পরিকল্পনা শুরু করার সময়।—হিতো. ২১:৫.
২. কীভাবে আপনি ও অন্যেরা গত এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য প্রয়োজনীয় ঘন্টা কমিয়ে দেওয়ার ব্যবস্থাটির প্রতি সাড়া দিয়েছিলেন?
২ সহায়ক অগ্রগামীর কাজ করা: গত বছর মণ্ডলীগুলো যখন এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীর কাজের জন্য প্রয়োজনীয় ঘন্টা কমিয়ে দেওয়ার ব্যবস্থাটির বিষয়ে জেনেছিল, তখন তারা খুবই রোমাঞ্চিত হয়েছিল। একজন ভাই লিখেছিল: “আমি এখনও হাইস্কুলে পড়ি আর তাই আমার পক্ষে নিয়মিত অগ্রগামীর কাজ করা সম্ভব নয় বলে মনে করি। কিন্তু আমি এপ্রিল মাসে ৩০ ঘন্টা কাজ করার আবেদন করতে চলেছি, তবে ৫০ ঘন্টা ব্যয় করার জন্য প্রচেষ্টা করব।” পূর্ণসময়ের কাজ করেন এমন একজন বোন লিখেছিলেন: “ত্রিশ ঘন্টা—সেটা খুবই সহজ!” এই ব্যবস্থার বিষয়টা যখন ঘোষণা করা হয়েছিল, তখন একজন প্রাক্তন অগ্রগামী যার বয়স এখন ৮০-র কোঠায়, বলেছিলেন: “আমি এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম! যিহোবা জানতেন যে, আমার জীবনে অগ্রগামীর কাজ করা ছিল সর্বোত্তম সময়!” অন্যেরা যারা সহায়ক অগ্রগামীর কাজ করতে পারত না তারা পরিচর্যায় আরও বেশি করার জন্য লক্ষ্য স্থাপন করেছিল।
৩. মার্চ, এপ্রিল ও মে মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার বিষয়টা বিবেচনা করার কোন কারণগুলো রয়েছে?
৩ সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য মার্চ মাস হবে এক উল্লেখযোগ্য মাস কারণ সেই মাসে আমাদের আবারও প্রয়োজনীয় ৩০ ঘন্টা অথবা ৫০ ঘন্টা ব্যয় করার সুযোগ থাকবে। এ ছাড়া, শনিবার, ১৭ মার্চ থেকে আমরা আমাদের সঙ্গে ৫ এপ্রিল স্মরণার্থ সভায় যোগদান করার জন্য অন্যদেরকে আমন্ত্রণ জানানোর এক বিশেষ অভিযানে অংশগ্রহণ করব। অনেকেই পরিচর্যায় তাদের অংশ বৃদ্ধি করাকে এতটাই উপভোগ করবে যে, তারা এপ্রিল ও মে মাসেও প্রয়োজনীয় ৫০ ঘন্টা ব্যয় করে সহায়ক অগ্রগামীর কাজ করতে চাইবে।
৪. কীভাবে আমরা পরিচর্যায় আমাদের অংশকে বৃদ্ধি করতে পারি আর এর ফল কী হয়?
৪ আপনাদের পরবর্তী পারিবারিক উপাসনার সন্ধ্যায়, কীভাবে পরিবারের প্রত্যেকে স্মরণার্থ মরসুমে পরিচর্যাকে বৃদ্ধি করতে পারে, সেটা নিয়ে আলোচনা করুন না কেন? (হিতো. ১৫:২২) আপনার প্রচেষ্টায় আশীর্বাদ করার জন্য যিহোবার কাছে প্রার্থনা করুন। (১ যোহন ৩:২২) পরিচর্যায় আপনি যখন আপনার অংশকে বৃদ্ধি করেন, তখন আপনি কেবল যিহোবার উদ্দেশে আপনার প্রশংসা করাকেই বৃদ্ধি করবেন না কিন্তু সেইসঙ্গে আপনি আপনার আনন্দকেও বৃদ্ধি করবেন।—২ করি. ৯:৬.