স্মরণার্থ সভা সম্বন্ধে ঘোষণা করার অভিযান ১৭ মার্চ থেকে শুরু হবে
১. কোন অভিযান ১৭ মার্চ থেকে শুরু হবে?
১ প্রতি বছর স্মরণার্থ উদ্যাপন যিশুর মৃত্যু সম্বন্ধে ঘোষণা করে থাকে। (১ করি. ১১:২৬) তাই, আমরা চাই অন্যেরা যেন আমাদের সঙ্গে যোগদান করে ও মুক্তির মূল্য সম্বন্ধীয় যিহোবার প্রেমময় দানের বিষয়ে শোনে। (যোহন ৩:১৬) এই বছর স্মরণার্থ সভায় আসতে লোকেদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের অভিযান শনিবার, ১৭ মার্চ থেকে শুরু হবে। আপনি কি পূর্ণরূপে অংশ নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন?
২. আমন্ত্রণপত্রটি দেওয়ার সময় আমরা কী বলতে পারি এবং কোন সাবধানতা অবলম্বন করতে হবে?
২ আমরা যা বলতে পারি: একটা সংক্ষিপ্ত উপস্থাপনা করা সর্বোত্তম। আমরা হয়তো বলতে পারি: “নমস্কার। আমরা আপনার পরিবারকে একটা গুরুত্বপূর্ণ বার্ষিক উদ্যাপন সম্বন্ধীয় এই আমন্ত্রণপত্রটি দিতে এসেছি, যা বিশ্বব্যাপী ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিনামূল্যে বাইবেলের ওপর ভিত্তি করে একটি বক্তৃতা দেওয়া হবে যেটি ব্যাখ্যা করবে যে, যিশুর মৃত্যু কী সম্পাদন করেছে এবং এখন তিনি কী করছেন। আমাদের এলাকায় কোথায় ও কখন সভাটি অনুষ্ঠিত হবে, এই আমন্ত্রণপত্রে তা দেখানো হয়েছে।” গৃহকর্তা যদি খ্রিস্টীয়জগতের না হন, তাহলে আমন্ত্রণপত্রটি দেওয়ার আগে আপনাকে নির্ধারণ করতে হবে যে, সেই ব্যক্তি আগ্রহী কি না। সপ্তাহান্তগুলোতে বিতরণের কাজে অংশ নেওয়ার সময়, যখনই উপযুক্ত, তখন আমাদের পত্রিকাগুলোও অর্পণ করা উচিত।
৩. কীভাবে আমরা যতজন লোককে সম্ভব আমন্ত্রণ জানাতে পারি?
৩ যতজনকে সম্ভব আমন্ত্রণ জানান: আমাদের লক্ষ্য হল, যতজন লোককে সম্ভব আমন্ত্রণ জানানো। তাই আপনার বাইবেল ছাত্রদের, পুনর্সাক্ষাৎগুলো, আত্মীয়স্বজন, সহকর্মীদের, সহপাঠীদের, প্রতিবেশীদের এবং অন্যান্য পরিচিত ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর বিষয়টাকে নিশ্চিত করুন। আপনার এলাকার লোকেরা কতটা সংবেদনশীল তা বিবেচনা করে স্থানীয় প্রাচীনরা আপনাকে কীভাবে আপনার এলাকা শেষ করতে হবে, সেই বিষয়ে নির্দেশনা প্রদান করবে। লোকেদেরকে স্মরণার্থ সভায় আমন্ত্রণ জানানোর জন্য আমাদের বার্ষিক অভিযান ফল উৎপন্ন করবে। গত বছর একজন ভদ্রমহিলা যখন সভাস্থলে প্রবেশ করছিলেন, তখন একজন পরিচারক, যে-প্রকাশক তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে খুঁজে পাওয়ার জন্য সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, ভদ্রমহিলাটি বলেছিলেন যে, তিনি সেখানে কাউকে জানেন না আর তিনি সেই দিনের শুরুর দিকে ঘরে ঘরে প্রচার কাজে যাওয়া এমন কারো কাছ থেকে আমন্ত্রণপত্রটি পেয়েছিলেন।
৪. অভিযানে উদ্যোগের সঙ্গে অংশগ্রহণ করার কোন কারণগুলো রয়েছে?
৪ সম্ভবত আপনি যে-স্মরণার্থ সভায় থাকবেন, সেখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে এমন কেউ থাকবেন যিনি আপনার ছেড়ে আসা আমন্ত্রণপত্রের কারণে সেখানে এসেছেন। কেউ সাড়া দিক বা না দিক, তবুও আপনার প্রাণপণ প্রচেষ্টা এক সাক্ষ্য প্রদান করবে। যে-আমন্ত্রণপত্রগুলো আপনি বিতরণ করবেন সেগুলো ঘোষণা করবে যে, এখন যিশু হলেন একজন ক্ষমতাশীল রাজা। উদ্যোগের সঙ্গে আপনার অংশগ্রহণ প্রত্যক্ষদর্শী সকলকে—এলাকার লোকেদেরকে, সহপ্রকাশকদেরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যিহোবাকে—দেখাবে যে, আপনি মুক্তির মূল্যের দানকে গভীরভাবে উপলব্ধি করেন।—কল. ৩:১৫.