ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, ফেব্রুয়ারি: পারিবারিক সুখের রহস্য। মার্চ: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য প্রচেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে এবং তারা যদি একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করতে রাজি না হয়, তাহলে প্রকাশকরা হয়তো এমন কোনো পুরোনো পত্রিকা অথবা ব্রোশার অর্পণ করতে পারে, যা ব্যক্তির আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করে। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ পত্রিকা। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে আপনি কি সত্য জানতে চান? ট্র্যাক্টটি অর্পণ করুন ও একটা বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করুন। স্মরণার্থ সভায় অথবা ঈশতান্ত্রিক অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল অথচ মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না এমন ব্যক্তিসহ আগ্রহী লোকেদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল শিক্ষা দেয় বইটি ব্যবহার করে তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করুন।
▪ স্মরণার্থ সভার পরের সপ্তাহান্তে বিশেষ বক্তৃতাটি দেওয়া হবে এবং সেটির শিরোনাম হল “আপনি যতটা ভাবছেন, শেষ কি তার চেয়েও নিকটে?”
▪ ব্যক্তিগত ভ্রমণ পরিকল্পনাগুলোতে যদি এমন একটা দেশে যাওয়ার বিষয় অন্তর্ভুক্ত থাকে, যেটা চলতি পরিচর্যা বছরের রিপোর্টে আলাদাভাবে তালিকাবদ্ধ নেই বা সেই দেশের শাখা অফিসের ঠিকানা যদি নতুন বর্ষপুস্তক (ইংরেজি)-এর শেষ পৃষ্ঠায় না থাকে, তাহলে কোনো সাবধানতা অবলম্বন বা বিশেষ নির্দেশনা অনুসরণ করতে হবে কি না, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য দয়া করে আপনার শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করুন। সেই এলাকায় রাজ্যের কাজে হয়তো নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। (মথি ১০:১৬) কিছু কিছু দেশে পর্যটকদের হয়তো স্থানীয় সাক্ষিদের কিংবা মণ্ডলীগুলোর সঙ্গে যোগাযোগ করা বিচক্ষণতার কাজ হবে না। রীতিবহির্ভূত সাক্ষ্যদান করার অথবা সাহিত্যাদি নিয়ে যাওয়ার বিষয়ে আপনাকে হয়তো অন্য কোনো নির্দেশনা দেওয়া হতে পারে। প্রদত্ত নির্দেশনার প্রতি সহযোগিতা করা আপনার জন্য কিংবা যে-দেশে আপনি ভ্রমণ করেন, সেখানে রাজ্যের কাজের জন্য অযথা সমস্যাগুলোকে প্রতিরোধ করবে।—১ করি. ১৪:৩৩, ৪০.
▪ jw.org ওয়েব সাইটের বিভিন্ন বৈশিষ্ট্য এখন ইংরেজি ভাষার পাশাপাশি মালায়ালাম ভাষায়ও পাওয়া যাচ্ছে।