নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
প্রহরীদুর্গ জানুয়ারি থেকে মার্চ
“পারিবারিক সমস্যাগুলো যখন দিন দিন বেড়ে চলেছে তখন স্বামীরা তাদের স্ত্রীদের প্রতি আরও বেশি ভালোবাসা দেখানোর ও যত্ন নেওয়ার জন্য কী করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই বিষয়ে শাস্ত্র কী জানায় তা কি আমি আপনাকে দেখাতে পারি? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে ১ পিতর ৩:৭ পদ পড়ুন। ৩০ পৃষ্ঠার প্রবন্ধটি দেখান।] স্বামী ও স্ত্রী একে অপরের প্রতি কীভাবে সম্মান দেখাতে পারে, সেই বিষয়ে কিছু ব্যবহারিক পরামর্শ এই প্রবন্ধে দেওয়া রয়েছে।”