৫ মার্চ সপ্তাহের তালিকা
৫ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৩ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ৪ অনু. ৯-১৬ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিরমিয় ১-৪ (১০ মিনিট)
নং. ১: যিরমিয় ৩:১৪-২৫ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: যে-কারণে আমরা গর্বের সঙ্গে যিহোবার নাম বহন করি—যিশা. ৪৩:১২ (৫ মিনিট)
নং. ৩: মশীহের আগমন ঘটে—bm পৃষ্ঠা ১৯ খণ্ড ১৬ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১৫ মিনিট: মার্চ মাসে পত্রিকাটি অর্পণ করার বিভিন্ন উপায়। আলোচনা। আপনার এলাকায় আগ্রহ জাগিয়ে তুলতে পারে এমন কয়েকটা প্রবন্ধ তুলে ধরার জন্য এক বা দুই মিনিট সময় নিন। এরপর, প্রহরীদুর্গ পত্রিকার ধারাবাহিক প্রচ্ছদ প্রবন্ধগুলো ব্যবহার করে আগ্রহ জাগিয়ে তোলার মতো কোনো প্রশ্ন সম্বন্ধে পরামর্শ দেওয়ার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান আর এরপর কোন শাস্ত্রপদটি পড়া যায়, সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে, সেটার নমুনা দেখান।
গান ২৮ এবং প্রার্থনা