৩ সেপ্টেম্বর সপ্তাহের তালিকা
৩ সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৫১ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১৩ অনু. ১১-১৮ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিহিষ্কেল ৩৯-৪১ (১০ মিনিট)
নং. ১: যিহিষ্কেল ৪০:১৭-৩১ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: কোন কোন উপায়ে আমাদের চোখ আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে?—আদি. ৩:২-৬ (৫ মিনিট)
নং. ৩: যিশু খ্রিস্ট—প্রতিজ্ঞাত মশীহ—bh পৃষ্ঠা ১৯৯-২০১ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: গৃহকর্তাকে যুক্তি করতে সাহায্য করুন। ২০১১ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটির ওপর ভিত্তি করে আলোচনা। বিষয়বস্তু থেকে একটা বা দুটো বিষয়ের ওপর ভিত্তি করে সংক্ষেপে নমুনা দেখান।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: সেপ্টেম্বর মাসে একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য কিছু পরামর্শ। আলোচনা। একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য “ঈশ্বরের বাক্য থেকে শিখুন” প্রবন্ধগুলো কীভাবে ব্যবহার করা যেতে পারে, সেই বিষয়ে কিছু পরামর্শ দেওয়ার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান। সেপ্টেম্বর মাসের প্রথম শনিবারে একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য কীভাবে জুলাই থেকে সেপ্টেম্বর সংখ্যার তৃতীয় প্রবন্ধটি ব্যবহার করা যেতে পারে, তা দেখানোর জন্য ৪ পৃষ্ঠায় নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটি ব্যবহার করুন।
গান ৩৪ এবং প্রার্থনা