১৭ সেপ্টেম্বর সপ্তাহের তালিকা
১৭ সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৮ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১৪ অনু. ১-১২ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিহিষ্কেল ৪৬-৪৮ (১০ মিনিট)
নং. ১: যিহিষ্কেল ৪৮:১-১৪ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: যে-কারণে আমাদের সমস্ত বিষয়ে সৎ হতে হবে—ইফি. ৪:২৫, ২৮; ৫:১ (৫ মিনিট)
নং. ৩: কীভাবে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছিল?—bh পৃষ্ঠা ২৮ অনু. ৪-পৃষ্ঠা ৩১ অনু. ১০ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
২০ মিনিট: “আপনি কি নিজেকে প্রাপ্তিসাধ্য করতে পারেন?” ২০০১ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩-৬ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীন উদ্যমের সঙ্গে বক্তৃতা দেবেন। বাবা-মাদের উৎসাহিত করুন যেন তারা তাদের সন্তানদেরকে বেথেল সেবাকে এক কেরিয়ার হিসেবে বিবেচনা করতে সাহায্য করে। পরিবারগুলো যেন তাদের পারিবারিক উপাসনার সময় এই ইনসার্টটা পুনরালোচনা করে, সেই পরামর্শ দিন।
১০ মিনিট: “আমাদের প্রতিরক্ষাব্যবস্থাকে পূর্ণরূপে ব্যবহার করা।” প্রশ্নোত্তর। কীভাবে বিষয়বস্তুটা স্থানীয়ভাবে প্রয়োগ করা যায়, সেই বিষয়ে ব্যাখ্যা করুন।
গান ১৬ এবং প্রার্থনা