ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/১২ পৃষ্ঠা ২
  • আমাদের প্রতিরক্ষাব্যবস্থাকে পূর্ণরূপে ব্যবহার করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের প্রতিরক্ষাব্যবস্থাকে পূর্ণরূপে ব্যবহার করা
  • ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/১২ পৃষ্ঠা ২

আমাদের প্রতিরক্ষাব্যবস্থাকে পূর্ণরূপে ব্যবহার করা

১ শয়তান বর্তমানে পরিবারগুলোকে আক্রমণ করছে, তাদের ধ্বংস করে দেওয়ার জন্য সর্বশক্তি কাজে লাগাচ্ছে। খ্রিস্টানরাও এটা ভালোভাবেই জানে। সন্তানরা যদি যৌন অনৈতিকতা, মত্ততা, মাদকদ্রব্যের অপব্যবহার অথবা অন্যান্য অন্যায় কাজে জড়িত হয়ে পড়ে, তাহলে সেটা কত দুঃখজনকই না হবে! কেউ কেউ আসলে তাদের ছেলে অথবা মেয়েকে যিহোবার কাছ থেকে দূরে সরে গিয়ে জাগতিক চিন্তাভাবনা ও আকাঙ্ক্ষার ফাঁদে ধরা পড়তে দেখেছে। (হিতো. ১০:১; ১৭:২১) আবার একইসময়ে, অনেক অল্পবয়সি শুচি থেকেছে এবং নিজেদের যিহোবার সেবায় ব্যস্ত রেখেছে। তাদের আচরণ ঈশ্বরের জন্য সম্মান এবং তাদের বাবা-মা ও অন্যদের জন্য আনন্দ এনে দিয়েছে। (৩ যোহন ৩, ৪) কেন এইরকম পার্থক্য দেখা যায়? অনেক ক্ষেত্রেই কারণটা হল, প্রদত্ত প্রতিরক্ষাব্যবস্থাকে পূর্ণরূপে ব্যবহার করার জন্য বাবা-মা ও সন্তানদের অভিন্ন দৃঢ়সংকল্প।

২ বাবার দায়িত্ব: বাবাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাব্যবস্থা হচ্ছে পরিবারের মস্তকের জন্য যিহোবার চাহিদাগুলো পূর্ণরূপে বোঝা এবং যিহোবার পরিচালনার ওপর নির্ভর করার প্রয়োজনীয়তা স্বীকার করা। কোনো পরিবারের মস্তককে যদি তার পরিবারকে বাইবেলের নীতিগুলো শিক্ষা দিতে হয়, তাহলে প্রথমে নিজেকে সেগুলো জানতে হবে। কিন্তু, শুধুমাত্র জানাই যথেষ্ট নয়। সেই নীতিগুলো কাজে লাগাতে হবে, যদি পরিবারটা সেগুলো থেকে পূর্ণ উপকার লাভ করতে চায়। একজন উৎসর্গীকৃত বাবার উচিত পরিবারকে প্রার্থনা, অধ্যয়ন ও পবিত্র সেবার এক আধ্যাত্মিক কার্যক্রমের দিকে পরিচালিত করা। (১ তীম. ৫:৮) তিনি যদি আশা করেন যে, তার স্ত্রী ও সন্তানরা তার কর্তৃত্বকে সম্মান করবে, তাহলে তাকে ঈশ্বর এবং তাঁর সংগঠনের প্রতি বাধ্য থাকার মাধ্যমে তিনি যে-আনন্দ লাভ করছেন, তা প্রকাশ করতে হবে। (১ যোহন ৫:৩) একজন বাবা যখন তার পরিবারের সঙ্গে আন্তরিক, প্রেমময় ও সংগতিপূর্ণ উপায়ে আচরণ করার মাধ্যমে যিহোবাকে অনুকরণ করেন, তখন তিনি পরিবারের কাছ থেকে সম্মান লাভ করেন এবং তারা আরও বেশি করে তার উদাহরণ অনুকরণ করতে চাইবে। এটা যিহোবার প্রশংসা ও সম্মান নিয়ে আসবে।

৩ পারিবারিক উপাসনা: প্রত্যেক সন্তান সম্বন্ধে এবং তার কতটুকু শেখার ক্ষমতা রয়েছে, সেই সম্বন্ধে চিন্তা করুন। কেবল রুটিনমাফিক গৎবাঁধা প্রশ্নোত্তর আলোচনা করার পরিবর্তে, সন্তানের হৃদয়ে সত্য পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থাপন করুন। মা যখন তার স্বামীর প্রতি সমর্থন দেখান, তখন তিনি বশীভূত মনোভাব প্রকাশ করেন আর এভাবে সন্তানদের জন্য উত্তম উদাহরণ স্থাপন করেন।—ইফি. ৫:২১-২৪.

৪ সন্তান: ঠিক যেমন তোমার বাবা-মা শয়তানের আক্রমণের অধীনে রয়েছে, তেমনই তুমিও রয়েছ। তোমার প্রতিরক্ষাব্যবস্থা কী? যিহোবা ও তোমার বাবা-মার প্রতি বাধ্যতা। মনে রাখার মতো একটা বিষয় হল, তুমি কেবল তোমার বাবা-মার প্রচেষ্টার ওপর নির্ভর করে নতুন জগতে চলে যেতে পারবে না। অন্যভাবে বললে, তোমাকে অবশ্যই সত্যকে আপন করে নিতে হবে। তোমার বাবা-মা তোমাকে ভরণপোষণ ও সমর্থন করে থাকে। তারা অনেক বছর ধরেই সেটা করে এসেছে। কিন্তু, তুমি যখন পরিপক্ব হও, তখন তোমার কাছে আশা করা হয় যে, তুমি আধ্যাত্মিক দায়িত্ব বহন করবে। যিহোবা আশা করেন যেন তুমি যা সঠিক, সেটাই করো। (উপ. ১১:৯) তুমি যদি বুঝতে পারো যে, যিহোবার পথ সঠিক, তাহলে সেটা অনুসরণ করার উত্তম বিচারবুদ্ধি আছে কি না, তা তোমার ওপরই নির্ভর করবে।

৫ তুমি যতই বড়ো হতে থাকো, নৈতিকভাবে শুচি থাকার প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়ে যায়। পৃথিবীব্যাপী অশুচি প্রভাব মহামারির আকার ধারণ করেছে আর তুমি প্রতিদিন সেটার মুখোমুখি হয়ে থাকো। তোমার প্রতিরক্ষাব্যবস্থা যা ভালো, সেটাকে ভালোবাসার এবং যা মন্দ, সেটাকে ঘৃণা করার ওপর নির্ভর করে। (গীত. ৫২:৩; ৯৭:১০) সেই ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করো, যারা যিহোবাকে ভালোবাসে। এমন বিষয় পড়ো, যা গড়ে তোলে। এমন বিষয় দেখো, যা গঠনমূলক। (ফিলি. ৪:৮) যদি প্রলোভন আসে, তাহলে বুদ্ধিবিহীন যুবকের পরিণতি মনে রেখো। (হিতো. ৭:৬-২৭) তোমার চিন্তাভাবনা ও কাজে যিহোবার দ্বারা পরিচালিত হও আর তাহলেই তুমি তাঁর পক্ষে সুরক্ষিত থাকবে।

৬ হ্যাঁ, বাবা-মা ও সন্তান উভয়কে একইসঙ্গে সেই বিপদগুলো সম্বন্ধে সতর্ক থাকতে হবে, যা আমাদের চারপাশে রয়েছে। আমাদের প্রতিরক্ষাব্যবস্থাকে পূর্ণরূপে ব্যবহার করার মাধ্যমে আমরা লড়াইয়ে জয়ী হতে পারি এবং অনন্তকাল ধরে যিহোবার প্রশংসা করার বিশেষ সুযোগ লাভ করতে পারি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার