২৪ সেপ্টেম্বর সপ্তাহের তালিকা
২৪ সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১২ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১৪ অনু. ১৩-২০, ১৪৭ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: দানিয়েল ১-৩ (১০ মিনিট)
নং. ১: দানিয়েল ২:১৭-৩০ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: কে এই জগতকে শাসন করছে?—bh পৃষ্ঠা ৩২ অনু. ১১-পৃষ্ঠা ৩৩ অনু. ১৪ (৫ মিনিট)
নং. ৩: কীভাবে আমরা আত্মাকে দুঃখিত করা এড়িয়ে চলতে পারি?—ইফি. ৪:৩০ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: “প্রতিদিন যিহোবার বাক্য পড়ুন!” ২০০০ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৭ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা। প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করুন পুস্তিকাটির সদ্ব্যবহার করার জন্য প্রত্যেককে উৎসাহিত করুন। প্রকাশকরা কীভাবে প্রতিদিনের শাস্ত্রপদ ও মন্তব্য বিবেচনা করার জন্য বিশেষ প্রচেষ্টা করছে, সেই বিষয়ে বলার জন্য তাদের আমন্ত্রণ জানান।
২০ মিনিট: “অল্পবয়সিরা—যথাযোগ্য লক্ষ্যগুলোর জন্য আকাঙ্ক্ষী হও।” প্রশ্নোত্তর। অল্পবয়সিদেরকে আধ্যাত্মিক লক্ষ্যগুলো স্থাপন করতে এবং সেগুলোতে পৌঁছানোর জন্য প্রচেষ্টা করতে উৎসাহিত করুন। একজন বা দুজন নিয়মিত অগ্রগামী অথবা পূর্ণসময়ের সেবাকে কেরিয়ার হিসেবে বেছে নিতে আকাঙ্ক্ষী এমন অল্পবয়সির সাক্ষাৎকার নিন। তাদেরকে বলতে বলুন যে, কেন তারা এই জগতের এক কেরিয়ার বেছে নেওয়ার পরিবর্তে আধ্যাত্মিক লক্ষ্যগুলোর জন্য আকাঙ্ক্ষী হওয়া বেছে নিয়েছে।
গান ১১ এবং প্রার্থনা