অল্পবয়সিরা—যথাযোগ্য লক্ষ্যগুলোর জন্য আকাঙ্ক্ষী হও
১ জীবনে তোমাদের লক্ষ্য কী? অনেক অল্পবয়সি কোনো আধ্যাত্মিক লক্ষ্য স্থাপন করেনি। কিন্তু, খ্রিস্টীয় লক্ষ্যগুলো স্থাপন করা ও এরপর সফলতার সঙ্গে সেগুলো অর্জন করার ফলে যে-অনুভূতি আসে, সেটার অভিজ্ঞতা লাভ করা কি ভালো নয়?
২ আমাদের অনেক অল্পবয়সি বস্তুগত লক্ষ্যগুলোর জন্য আকাঙ্ক্ষী হওয়ার অসারতা দেখতে পেয়েছে, যে-লক্ষ্যগুলোর মধ্যে জাগতিক উচ্চশিক্ষা অন্তর্ভুক্ত। তারা এই উপসংহারে এসেছে যে, সম্ভাব্য যে-বিপদগুলোর মুখোমুখি হতে হবে সেগুলো বিবেচনা করলে এই ধরনের লক্ষ্যগুলো স্থাপন করে ঝুঁকি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু, ঐশিক শিক্ষার জ্ঞান সহকারে ঈশতান্ত্রিক লক্ষ্যগুলোর অনুধাবন করলে, তা এখনই ব্যক্তিগতভাবে পরিতৃপ্তিদায়ক হবে এবং পরিশেষে অনন্ত পরিত্রাণের দিকে পরিচালিত করবে।—উপ. ১২:১, ১৩.
৩ ঈশতান্ত্রিক লক্ষ্যগুলো: আজকে এক অল্পবয়সি হিসেবে, তুমি কি যথাযথ জ্ঞানের অন্বেষণ করছ? হিতোপদেশ ২:১-৫ পদে আমাদের ‘ঈশ্বরবিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবার’ বা খুঁজে নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। তুমি কখনোই ঈশ্বর সম্বন্ধে জ্ঞান অর্জন করার আশা করতে পারবে না, যদি তুমি তাঁর বাক্য অধ্যয়ন না করো। নিয়মিত ব্যক্তিগত অধ্যয়নের মাধ্যমে তুমি শাস্ত্রীয় এমন বিষয়বস্তু তোমার মন ও হৃদয়ের আরও গভীরে গেঁথে দাও, যেগুলো তোমাকে ঈশ্বরের নিকটবর্তী করার জন্য প্রস্তুত করা হয়েছে। তুমি আরও বেশি শিখবে এবং আরও বেশি মনে রাখবে। এটা তুমি যখন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মুখোমুখি হও, তখন সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাকে আরও সুসজ্জিত হতে সাহায্য করবে।
৪ এই সমস্তকিছু তুমি এক দিনে সম্পাদন করতে পারবে না। আধ্যাত্মিক পরিপক্বতা গড়ে তোলার জন্য সময় ও ধৈর্য প্রয়োজন। কিন্তু, তুমি যদি আলাদা আলাদা লক্ষ্য স্থাপন করো এবং ক্রমাগত উন্নতি করো, তাহলে আধ্যাত্মিক পরিপক্বতা অর্জন করা যেতে পারে।
৫ তুমি কি খ্রিস্টীয় সেবার বিশেষ সুযোগগুলোর জন্য আকাঙ্ক্ষী? তুমি কি প্রত্যেক সপ্তাহে ঘরে ঘরে কাজ করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সময় আলাদা করে রাখার বিষয়ে ব্যক্তিগত লক্ষ্য স্থাপন করেছ? তোমার কি পুনর্সাক্ষাৎ ও গৃহ বাইবেল অধ্যয়নের জন্য আরও যোগ্য শিক্ষক হয়ে ওঠার লক্ষ্য রয়েছে? স্কুলে পড়াশোনা করে এমন কেউ কেউ বছরে এক বা একাধিক ছুটির মাসে সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার লক্ষ্য স্থাপন করেছে। আগামী বছর অথবা এর পরের বছর এবং তারও পরে তুমি কী সম্পাদন করতে চাও? তোমার কি একজন নিয়মিত অগ্রগামী হওয়ার, বেথেল পরিবারের একজন সদস্য হওয়ার লক্ষ্য রয়েছে? তুমি যদি একজন অল্পবয়সি ভাই হয়ে থাকো, তাহলে তুমি কি একজন পরিচারক দাস হিসেবে সেবা করার, অবিবাহিত ভাইদের জন্য বাইবেল স্কুল-এ যোগ দেওয়ার কিংবা একদিন প্রাচীন হওয়ার জন্য আকাঙ্ক্ষী? সুনির্দিষ্ট লক্ষ্যগুলো স্থাপন করলে এবং অধ্যবসায়ের সঙ্গে সেগুলোর দিকে অগ্রসর হলে তুমি তোমার জীবনকে আরও অর্থপূর্ণ উপায়ে পরিচালিত করতে পারবে।
৬ লক্ষ্যগুলো বাস্তবসম্মত হতে হবে এবং তুমি সেই লক্ষ্যগুলোই স্থাপন করবে, যেগুলো তুমি অর্জন করতে পারবে। তুমি নিশ্চিত থাকতে পারো যে, তুমি যখন আধ্যাত্মিক লক্ষ্যগুলোর জন্য আকাঙ্ক্ষী হও, তখন তুমি যিহোবাকে খুশি করছ। যখন তুমি সেই লক্ষ্যগুলো অর্জন করার জন্য কাজ করো, তখন সর্বোত্তমটা করার দৃঢ়সংকল্প নিয়ে কাজ করো। এই ক্ষেত্রে তোমার সমস্ত প্রচেষ্টা সার্থক হবে এবং তোমার জন্য এখনই ও আসন্ন বছরগুলোতেও প্রচুর আশীর্বাদ নিয়ে আসবে।—ফিলি. ৪:১৩.