১ অক্টোবর সপ্তাহের তালিকা
১ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৪ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১৫ অনু. ১-৭ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: দানিয়েল ৪-৬ (১০ মিনিট)
নং. ১: দানিয়েল ৪:১৮-২৮ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: যে-কারণে সত্য খ্রিস্টানরা প্রেতচর্চাকে পুরোপুরিভাবে এড়িয়ে চলে (৫ মিনিট)
নং. ৩: ভবিষ্যতে পৃথিবীতে জীবন কেমন হবে? —bh পৃষ্ঠা ৩৩ অনু. ১৫-পৃষ্ঠা ৩৬ অনু. ২৪ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১৫ মিনিট: গত বছরে আমরা কী সম্পাদন করেছি? পরিচর্যা অধ্যক্ষ বক্তৃতা দেবেন। গত পরিচর্যা বছরে মণ্ডলীর কার্যকলাপ, বিশেষ করে যে-উত্তম বিষয়গুলো সম্পাদন করা হয়েছে, সেগুলো পুনরালোচনা করুন ও যথোপযুক্ত প্রশংসা করুন। ভালো অভিজ্ঞতা লাভ করেছে এমন একজন বা দুজন প্রকাশকের সাক্ষাৎকার নিন। আসন্ন বছরে মণ্ডলী পরিচর্যায় উন্নতি করার জন্য কাজ করতে পারে এমন একটা বা দুটো দিক সম্বন্ধে উল্লেখ করুন এবং ব্যবহারিক পরামর্শ দিন।
১৫ মিনিট: অক্টোবর মাসে পত্রিকাটি অর্পণ করার বিভিন্ন উপায়। আলোচনা। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের প্রহরীদুর্গ পত্রিকাটি কেন আপনাদের এলাকার জন্য আগ্রহজনক, সেই বিষয়ে ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে বর্ণনা করুন। এরপর, প্রচ্ছদের ধারাবাহিক প্রবন্ধ ব্যবহার করে শ্রোতাদেরকে আগ্রহজনক কোনো প্রশ্ন তুলে ধরার জন্য আমন্ত্রণ জানান আর তার পর কোন শাস্ত্রপদ পড়া যায়, সেই বিষয়েও বলার জন্য আমন্ত্রণ জানান। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে, সেটার নমুনা দেখান।
গান ২৬ এবং প্রার্থনা