২৫ ফেব্রুয়ারি সপ্তাহের তালিকা
২৫ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৭ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২২ অনু. ৯-১৪ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: মার্ক ৫-৮ (১০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা (২০ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: “আপনাকে কি চলে যেতেই হবে?” আলোচনা।
১০ মিনিট: প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০১৩ পুস্তিকাটি থেকে উপকার লাভ করুন। আলোচনা। ৩-৪ পৃষ্ঠায় দেওয়া বার্ষিক শাস্ত্রপদটি এবং ৫ পৃষ্ঠায় “যেভাবে এই পুস্তিকাটি ব্যবহার করা যায়” সংক্ষেপে আলোচনা করুন। কখন পড়ার জন্য সময় আলাদা করে রেখেছে এবং কীভাবে তারা উপকৃত হয়েছে, সেই বিষয়ে বর্ণনা করার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান। সকলকে প্রতিদিন শাস্ত্রপদটি বিবেচনা করার জন্য উৎসাহিত করে শেষ করুন।
১৫ মিনিট: “‘সুসমাচারের পক্ষে পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দিন’—অ্যাপার্টমেন্টগুলোতে সাক্ষ্যদানের মাধ্যমে।” একজন প্রাচীন ১ থেকে ১১ অনুচ্ছেদ প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করবেন। স্থানীয় এলাকায় পরামর্শগুলোকে কাজে লাগান।
গান ৪৪ এবং প্রার্থনা