৪ মার্চ সপ্তাহের তালিকা
৪ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৪ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২২ অনু. ১৫-২২, ২২৮ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: মার্ক ৯-১২ (১০ মিনিট)
নং. ১: মার্ক ১১:১৯–১২:১১ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: পুনরুত্থান সম্বন্ধীয় বাইবেলের রোমাঞ্চকর বিবরণ—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৬৮ অনু. ৭-পৃষ্ঠা ৭০ অনু. ১০ (৫ মিনিট)
নং. ৩: ঈশ্বরের কাছে ব্যক্তিগতভাবে নিজেকে উৎসর্গীকৃত করা, যে-কারণে সুখ নিয়ে আসে—প্রেরিত ২০:৩৫ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১৫ মিনিট: “‘সুসমাচারের পক্ষে পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দিন’—অ্যাপার্টমেন্টগুলোতে সাক্ষ্যদানের মাধ্যমে।” একজন প্রাচীন ১২ থেকে ১৭ অনুচ্ছেদ প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করবেন। স্থানীয় এলাকায় পরামর্শগুলোকে কাজে লাগান। এমন একজন প্রকাশকের সংক্ষিপ্ত একটা নমুনা অন্তর্ভুক্ত করুন, যিনি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের একজন প্রতিনিধির সঙ্গে কথা বলছেন।
১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।
গান ২০ এবং প্রার্থনা