‘সুসমাচারের পক্ষে পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দিন’—অ্যাপার্টমেন্টগুলোতে সাক্ষ্যদানের মাধ্যমে
১. ‘সুসমাচারের পক্ষে পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়ার’ সঙ্গে কী জড়িত?
১ প্রেরিত পৌলের মতো, আমাদেরও আকাঙ্ক্ষা হল ‘সুসমাচারের পক্ষে পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া।’ (প্রেরিত ২০:২৪, NW) তাই, আমাদের এলাকায় যত বেশি লোকের কাছে সম্ভব রাজ্যের বার্তা নিয়ে পৌঁছানোর জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে থাকি। এর অন্তর্ভুক্ত সেই বিরাট সংখ্যক লোক, যারা অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোতে বাস করে। কখনো কখনো, এই বিল্ডিংগুলোতে বসবাসকারী লোকেদের কাছে পৌঁছানো এক প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। কিন্তু, যেহেতু অ্যাপার্টমেন্টগুলোতে অনেক লোক বাস করে, তাই সুসমাচার ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সেগুলো আমাদের জন্য অনেক সুযোগ করে দেয়।
২. অ্যাপার্টমেন্টগুলোতে সাক্ষ্যদান করার সময় কেন বিচক্ষণতা এবং উত্তম বিচারবুদ্ধি আবশ্যক?
২ অপরাধ এবং দৌরাত্ম্যের ভয়ে অনেক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে তালা লাগানো থাকে, দারোয়ান থাকে অথবা লোকেদের আসা-যাওয়ার ওপর নজর রাখার জন্য ক্যামেরা লাগানো থাকে। (২ তীম. ৩:১, ২) কর্তৃপক্ষের হয়তো এরকম কোনো নিয়ম থাকতে পারে যে, অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ নিষেধ। একজন সিকিউরিটি গার্ড বা ম্যানেজার হয়তো আমাদেরকে অ্যাপার্টমেন্ট এলাকা ছেড়ে চলে যেতে বলতে পারেন, বিশেষ করে যদি কোনো বাসিন্দা অভিযোগ করে থাকেন। তাই, বিচক্ষণ হওয়া এবং উত্তম বিচারবুদ্ধি প্রদর্শন করা গুরুত্বপূর্ণ।
৩. কখন অ্যাপার্টমেন্টগুলোতে কাজ করা সবচেয়ে ভালো এবং কেন?
৩ যখন কাজ করতে হবে: অন্যান্য এলাকার মতো, অ্যাপার্টমেন্টগুলোতেও তখনই প্রচার করা সবচেয়ে ভালো হবে, যখন সেখানে বসবাসকারী লোকেরা সম্ভবত ঘরে থাকে। অধিকাংশ বাসিন্দা যখন ঘরে থাকে না, তখন যদি আমরা যাই, তাহলে হয়তো সন্দেহ দেখা দিতে পারে। অনেক প্রকাশকই সন্ধ্যাবেলায় আর সেইসঙ্গে শনি-রবিবারগুলোতে লোকেদেরকে ঘরে পেতে সফল হয়েছে। অ্যাপার্টমেন্টগুলোতে যদি খুব সকালে কাজ করা হয়, বিশেষ করে সপ্তাহান্তে, তাহলে বাসিন্দারা হয়তো কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারে।
৪, ৫. তালা লাগানো অ্যাপার্টমেন্টগুলোতে কীভাবে আমরা প্রবেশ করার অনুমতি লাভ করতে পারি?
৪ প্রবেশের অনুমতি লাভ করা: পরিচর্যা শুরু করার আগে ম্যানেজার অথবা অ্যাপার্টমেন্টের অন্য কোনো কর্মীর সঙ্গে প্রকাশকদের যোগাযোগ করা উচিত নয়। যদি তালা বন্ধ বিল্ডিংয়ের প্রবেশদ্বারে ইন্টারকমের কোনো ব্যবস্থা থাকে, তাহলে আমরা এমন কাউকে পাওয়ার জন্য তা ব্যবহার করতে পারি, যিনি আমাদেরকে তার সঙ্গে কথা বলার জন্য ভিতরে যেতে অনুমতি দেবেন। যে-ব্যক্তি আমাদেরকে প্রবেশের অনুমতি দিয়েছেন, তার সঙ্গে কথা বলার পর, অ্যাপার্টমেন্টের ধরনের ওপর ভিত্তি করে আমরা হয়তো বিল্ডিংয়ের অন্য ঘরগুলোতে সাক্ষাৎ করতে পারি। তবে অন্যান্য ক্ষেত্রে, বিল্ডিং থেকে বেরিয়ে এসে ইন্টারকমের সাহায্যে সেই বিল্ডিংয়ের পরের ফ্ল্যাটের বাসিন্দার সঙ্গে যোগাযোগ করা বিজ্ঞতার কাজ হবে। এভাবে, এক দিনে আমরা কতজন বাসিন্দার সঙ্গে যোগাযোগ করব, তা স্থির করার ব্যাপারে আমাদের উত্তম বিচারবুদ্ধি কাজে লাগানো উচিত।
৫ কোনো কোনো ফ্ল্যাটের বাসিন্দা হয়তো ইন্টারকমেই আপনার সাক্ষাতের উদ্দেশ্য সম্বন্ধে জানতে চাইতে পারেন। যদি তা-ই হয়, তাহলে বন্ধুত্বপূর্ণভাবে নিজের পরিচয় দিন। যদি ডিরেক্টরিতে অথবা বোর্ডে গৃহকর্তার নাম থাকে, তাহলে তার নাম নিয়ে কথা বলুন। অল্পকথায় আপনার বিষয়বস্তু উল্লেখ করুন।
৬. দারোয়ান থাকা বিল্ডিংগুলোতে কাজ করার সময় আমাদের কী করা উচিত?
৬ বিল্ডিংয়ের দারোয়ান যদি আমাদেরকে অ্যাপার্টমেন্টগুলোতে প্রচার করার অনুমতি না দেন, তাহলে আমরা তার কাছেই সাক্ষ্য দেওয়ার চেষ্টা করতে পারি। অনেক দারোয়ান আমাদের সাহিত্যাদি পড়তে ভালোবাসে। এমনকী আমরা হয়তো একটা বাইবেল অধ্যয়ন শুরু করতে পারব। আগ্রহ দেখিয়েছেন এমন কোনো বাসিন্দার সঙ্গে দারোয়ান যদি সাক্ষাৎ করতে অনুমিত দেন, তাহলে সাধারণত বিল্ডিংয়ের অন্যান্য দরজায় কড়া না নাড়া ভালো হবে।
৭. অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের প্রতিনিধির কাছ থেকে অনুমতি পাওয়ার জন্য আমরা হয়তো কী বলতে পারি?
৭ কোনো কোনো ক্ষেত্রে, বিল্ডিংয়ে কাজ করার জন্য দারোয়ান হয়তো আমাদেরকে অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতি নেওয়ার কথা বলবেন। অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের প্রতিনিধি, প্রেসিডেন্ট বা সেক্রেটারির সঙ্গে দেখা করে আমরা হয়তো বলতে পারি: “আমার নাম ____________________________। সারা পৃথিবীতে আমরা যিহোবার সাক্ষি নামে পরিচিত। আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে কিছু ব্যবহারিক বিষয় যেমন, পারিবারিক জীবনকে সুখী করে তোলা, ছেলে-মেয়েদেরকে দায়িত্ববান সন্তান হিসেবে বড়ো করা, জীবনের উদ্বেগগুলোর সঙ্গে মোকাবিলা করা এবং ভবিষ্যৎ সম্বন্ধে এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা, নিয়ে কথা বলছিলাম। [পত্রিকা বা অন্যান্য সাহিত্য থেকে উপযুক্ত বিষয়গুলো দেখান।] আপনার যদি এটা ভালো বলে মনে হয়, তাহলে আমরা অন্য ঘরগুলোতেও একটু কথা বলার জন্য যেতে চাই আর কেউ যদি আগ্রহী থাকে, তাহলে তাকে বিনামূল্যে সাহিত্যাদি দিতে চাই। কেউ যদি ব্যস্ত থাকে বা আমাদের কথা শুনতে না চায়, তাহলে আমরা কাউকে জোর করব না।” এ ছাড়া, আরেকটা উপায় হল, আমরা এইভাবে আলোচনা শেষ করতে পারি: “লোকেদের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন, তাহলে আমরা খুশি হই। আর কেউ যদি আগ্রহী হন, তাহলে তিনি বিনামূল্যে সাহিত্যাদি নিতে পারেন।”
৮. প্রচারের ব্যাগ সম্বন্ধে আমাদের কী মনে রাখা উচিত?
৮ সাহিত্যাদি নিয়ে যাওয়ার ব্যাগ ও ভদ্রতা: খুব বড়ো, ভারী ব্যাগ নিয়ে যাওয়া হয়তো আমাদেরকে সন্দেহ করার কারণ হতে পারে। তাই, আমরা হয়তো একটা ছোটো ব্যাগ নেওয়ার বা কোনোকিছুই না নিয়ে যাওয়ার কথা চিন্তা করতে পারি। কিছু প্রকাশক একটা পাতলা ফোল্ডারের মধ্যে অর্পণ করার সাহিত্যাদি রাখে আর তাদের বাইবেলটিকে পকেটে নেয়।
৯. কীভাবে আমরা সৌজন্য দেখাতে পারি আর তা কেন গুরুত্বপূর্ণ?
৯ কোনো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ঢোকার সময় আপনার জুতো মুছে নিন এবং মনে করে দরজা বন্ধ করুন। এইরকম সৌজন্য দেখানোর মাধ্যমে, আমরা বাসিন্দাদের অভিযোগ করার কোনো সুযোগ দিই না। ভিতরে প্রবেশ করার পর, এদিক-ওদিক ঘোরাঘুরি না করে সরাসরি লিফ্ট অথবা যে-তলায় কাজ করতে হবে, সেই দিকে এগিয়ে যান। এটা করা, যারা আমাদেরকে দেখছে তাদের যেকোনো সন্দেহ দূর করবে।
১০. কীভাবে আমরা প্রবেশপথে অযথা আওয়াজ করা এড়াতে পারি?
১০ অনেক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের লম্বা করিডোর থেকে অনেক দূর পর্যন্ত আওয়াজ শোনা যায়। তাই, গৃহকর্তার শোনার জন্য যতটা দরকার, তার চেয়ে বেশি জোরে কথা বলবেন না। অন্য প্রকাশকদের সঙ্গে কথা বলার সময় আস্তে, তবে শান্তভাবে ও নিচু স্বরে কথা বলুন, যাতে কারো সন্দেহ না জাগে। বাসিন্দারা যাতে অযথা বিরক্ত না হয়, সেইজন্য কিছু প্রকাশক করিডোরে গিয়ে একটার পর একটা দরজায় কড়া না নেড়ে, পালাক্রমে এক প্রান্তে একটা ঘরে কথা বলার পর, করিডোরের অপর প্রান্তে গিয়ে আবার আরেকটা ঘরে কড়া নাড়ে, যতক্ষণ না পুরো তলাটাতে কাজ করা হয়। এ ছাড়া, দরজায় জোরে জোরে অথবা ইচ্ছামতো কড়া নাড়া, যারা ঘরের ভিতরে থাকে তাদেরকে ভয় পাইয়ে দিতে পারে।
১১. পিপহোল রয়েছে এমন দরজায় কড়া নাড়ার সময়, কোন পরামর্শগুলো সাহায্য করতে পারে?
১১ দরজায় যদি পিপহোল (ছিদ্র) থাকে, তাহলে এমনভাবে দাঁড়ান যাতে যিনি ভিতর থেকে দেখছেন, তিনি আপনাকে এবং আপনার সঙ্গীকে দেখতে পারেন। সরাসরি পিপহোলের দিকে তাকান আর যখন আপনি বুঝতে পারেন যে, কেউ দেখছেন, তখন এক উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আপনার উপস্থাপনা শুরু করুন। ব্যক্তিটি যদি জিজ্ঞেস করেন, ‘কে?,’ তাহলে আপনি হয়তো আপনার এবং আপনার সঙ্গীর নাম বলাকে সর্বোত্তম বলে মনে করতে পারেন। এতে গৃহকর্তা হয়তো দরজা খুলতে স্বচ্ছন্দ্যবোধ করতে পারেন। দরজা না খুললেও আপনি হয়তো দরজার বাইরে দাঁড়িয়েই আপনার উপস্থাপনা তুলে ধরতে পারেন।
১২. ঘরে পাওয়া যায় না এমন লোকেদের ঘরগুলোতে সাহিত্যাদি রেখে আসার সময়, কীভাবে আমরা সমস্যাগুলো এড়াতে পারি?
১২ যাদের ঘরে পাওয়া যায় না: যারা বিল্ডিংয়ে কাজ করে তারা প্রায়ই অভিযোগ করে থাকে যে, তাদেরকে করিডোর অথবা বিল্ডিংয়ের আশেপাশের জায়গা থেকে পড়ে থাকা সাহিত্যাদি তুলতে হয়। দরজার বাইরে রেখে আসা সাহিত্যাদি সহজেই মেঝেতে পড়ে যেতে পারে আর সেগুলো আবর্জনার মতো দেখাতে পারে। তাই, ঘরে পাওয়া যায় না এমন লোকেদের ঘরগুলোতে সাহিত্যাদি রেখে আসার সময় লক্ষ রাখা উচিত যে, তা যেন অন্যদের দৃষ্টির অগোচরে থাকে।
১৩. আমাদের যদি কোনো ক্রুদ্ধ গৃহকর্তার সঙ্গে সাক্ষাৎ হয়, তাহলে আমাদের কী করা উচিত?
১৩ ক্রুদ্ধ গৃহকর্তারা: আমাদের যদি এমন কোনো গৃহকর্তার সঙ্গে সাক্ষাৎ হয়, যিনি হয়তো রেগে গিয়ে সিকিউরিটি গার্ডকে ডাকেন, তাহলে বিল্ডিংয়ের সেই তলায় কাজ না করে অন্য কোনো সময়ে ফিরে যাওয়া ভালো হবে। অন্যান্য ক্ষেত্রে, ম্যানেজমেন্ট অথবা গার্ডের (গার্ডদের) সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়ানোর জন্য বিল্ডিংটা পুরোপুরিভাবে বাদ দিয়ে আসাই বিজ্ঞতার কাজ হবে। এমনকী গৃহকর্তা যদি নির্দিষ্টভাবে এ কথা না-ও বলেন যে, ভবিষ্যতে আর তার সঙ্গে সাক্ষাৎ করার দরকার নেই, তবুও সেই অ্যাপার্টমেন্টের নম্বর, এখানে সাক্ষাৎ করবেন না হিসেবে লিখে টেরিটরি কার্ডের সঙ্গে জুড়ে দেওয়া ভালো হবে। এখানে সাক্ষাৎ করবেন না হিসেবে লিখে রাখা অন্যান্য ঠিকানার বেলায় যেমনটা করা হয়ে থাকে, তেমনই গৃহকর্তার ইচ্ছা সম্বন্ধে জানার জন্য এই ঠিকানাগুলোতে মাঝে মাঝে যোগাযোগ করা উচিত।
১৪, ১৫. অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের কোনো প্রতিনিধি যদি আমাদেরকে অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যেতে বলেন, তাহলে আমাদের কী করা উচিত?
১৪ আপনাকে যদি চলে যেতে বলা হয়: কাজ করার সময় আপনাকে যদি সুপারিনটেন্ডেন্ট, নিরাপত্তাকর্মী, রক্ষণাবেক্ষণ কর্মচারী অথবা অ্যাপার্টমেন্টের অন্য কোনো প্রতিনিধি বিল্ডিং ছেড়ে চলে যেতে বলেন, তাহলে সঙ্গেসঙ্গে তা মেনে নেওয়া বিজ্ঞতার কাজ। যেকোনো সময়েই, আমরা এমন সংঘাত এড়াতে চাই, যার ফলে আমাদের বিরুদ্ধে হয়তো আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়া ও পুলিশের সাহায্য চাওয়া হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে, অ্যাপার্টমেন্টের কর্মচারীরা যিহোবার সাক্ষিদের বিরুদ্ধে বিদ্বেষপরায়ণ নন কিন্তু তারা শুধু নিজেদের দায়িত্ব পালন করে।
১৫ কখনো কখনো, বিল্ডিংয়ের কোনো প্রতিনিধি যখন আপনাকে বিল্ডিং ছেড়ে চলে যেতে বলেন, তখন আপনি হয়তো সদয়ভাবে অথচ কৌশলে আপনার সাক্ষাতের কারণ ব্যাখ্যা করতে পারেন। (১ পিতর ৩:১৫) সেখানকার বাসিন্দাদের সন্তুষ্ট রাখার এবং বিল্ডিংয়ের নিরাপত্তা বজায় রাখার বিষয়ে তার দায়িত্বকে আমরা উপলব্ধি করি। তিনি হয়তো আপনাকে বিল্ডিংয়ে থাকার অনুমতি দেবেন। কিন্তু যদি না দেন, তাহলে তর্কবিতর্ক না করে সেখান থেকে চলে আসুন। পরিস্থিতি যদি সুযোগ দেয়, তাহলে আপনি হয়তো বাসিন্দাদের লেটার বক্সে নিয়মিতভাবে সাহিত্যাদি ছেড়ে আসার অনুমতি চাইতে পারেন। (কল. ৪:৬) এইরকম ঘটনাগুলো সম্বন্ধে পরিচর্যা অধ্যক্ষকে জানানো উচিত।
১৬. অ্যাপার্টমেন্ট বিল্ডিং বা কমপ্লেক্সে সাক্ষ্যদানের চেষ্টা করার সময় যদি সমস্যাগুলো রয়েই যায়, তাহলে আমাদের কী করা উচিত?
১৬ হয়তো বেশ কিছু দিন কেটে যাওয়ার পর, প্রকাশকরা বিচক্ষণতার সঙ্গে সেই বিল্ডিংয়ে কাজ করার চেষ্টা করতে পারে। কিন্তু প্রকাশকরা যদি এইরকম অ্যাপার্টমেন্টগুলোতে কাজ করতে না পারে, তাহলে অন্য উপায়ে যেমন, ফোন করে বা চিঠি লিখে বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা যেতে পারে। সিকিউরিটি অফিস থেকে হয়তো বাসিন্দাদের নাম ও টেলিফোন নম্বর নেওয়া যেতে পারে। চিঠি লেখার সময় ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করুন (ইংরেজি) বইয়ের ৭১-৭৩ পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলুন। কিছু প্রকাশক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে অথবা বিল্ডিংয়ের কাছাকাছি রাস্তায় সকালবেলা এবং বিকালবেলায় সাক্ষ্যদান করে থাকে, যখন লোকেরা সাধারণত কাজে যায় ও কাজ থেকে বাড়িতে ফেরে।
১৭. কেন অ্যাপার্টমেন্টগুলোতে সাক্ষ্যদান করা গুরুত্বপূর্ণ?
১৭ এই দুষ্ট বিধিব্যবস্থার শেষ শীঘ্র আসতে চলেছে। একমাত্র যারা “প্রভুর [“যিহোবার,” NW]” নামে ডাকে তারাই পরিত্রাণ বা রক্ষা পাবে। “তবে তাহারা যাঁহাতে বিশ্বাস করে নাই, কেমন করিয়া তাঁহাকে ডাকিবে? আর যাঁহার কথা শুনে নাই, কেমন করিয়া তাঁহাতে বিশ্বাস করিবে?” (রোমীয় ১০:১৩, ১৪) অনেকেই, যারা “অনন্ত জীবনের জন্য নিরূপিত [“সঠিক প্রবণতাসম্পন্ন,” NW],” তারা অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোতে বাস করে। (প্রেরিত ১৩:৪৮) বিচক্ষণ হওয়ার এবং উত্তম বিচারবুদ্ধি প্রদর্শন করার দ্বারা আমরা সুসমাচার নিয়ে তাদের কাছে পৌঁছাতে পারি।