৮ সেপ্টেম্বর সপ্তাহের তালিকা
৮ সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৩ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ৫ অনু. ১৪-২০ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: গণনাপুস্তক ২২-২৫ (১০ মিনিট)
নং. ১: গণনাপুস্তক ২২:৩৬–২৩:১০ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: ঈশ্বরের রাজ্য কী সম্পাদন করছে?—সুসমাচার পৃষ্ঠা ১৫ অনু. ৩-৪ (৫ মিনিট)
নং. ৩: আপনার উপাসনায় আনন্দ খুঁজে নিন?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৮৯ অনু. ১৫–পৃষ্ঠা ১৯১ অনু. ১৯ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১০ মিনিট: প্রচার করার সময় উত্তম আচার-ব্যবহার প্রদর্শন করুন। (২ করি. ৬:৩) এই প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে আলোচনা: (১) কেন প্রচার করার সময় উত্তম আচার-ব্যবহার প্রদর্শন করা গুরুত্বপূর্ণ? (২) কীভাবে আমরা উত্তম আচার-ব্যবহার প্রদর্শন করতে পারি, যখন (ক) আমাদের দল প্রচারের এলাকাতে পৌঁছায়? (খ) আমরা আবাসিক এলাকায় প্রচারের উদ্দেশ্যে এক ঘর থেকে অন্য ঘরে হেঁটে যাই অথবা প্রচার করার উদ্দেশ্যে গ্রাম্য এলাকার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাই? (গ) আমরা কোনো দরজার সামনে দাঁড়িয়ে থাকি? (ঘ) আমাদের সঙ্গী সাক্ষ্যদান করেন? (ঙ) গৃহকর্তা কোনো মন্তব্য করেন? (চ) গৃহকর্তা ব্যস্ত থাকেন অথবা আবহাওয়া খারাপ থাকে? (ছ) গৃহকর্তা রূঢ় ব্যবহার করেন?
১০ মিনিট: যেখানে প্রয়োজন সেখানে গিয়ে সাহায্য করার জন্য আপনি কি প্রস্তুত? ২০০১ সালের আমাদের রাজ্যের পরিচর্যা-র জুলাই মাসের ৮ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধের ওপর ভিত্তি করে পরিচর্যা অধ্যক্ষ বক্তৃতা দেবেন। সম্ভব হলে, একজন অগ্রগামীর সাক্ষাৎকার নিন, যিনি তার পরিচর্যাকে বাড়ানোর জন্য আধ্যাত্মিক লক্ষ্য স্থাপন করেছেন অথবা যিনি ইতিমধ্যেই সেই লক্ষ্য অনুযায়ী কাজ করেছেন।
১০ মিনিট: “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—পুনর্সাক্ষাৎ করার ভিত্তি স্থাপন করে।” আলোচনা। একটা স্বগতোক্তি দেখান, যেখানে একজন প্রকাশক পরিচর্যার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং গৃহকর্তা যদি পত্রিকা গ্রহণ করেন, তাহলে কোন প্রশ্নটা তিনি ছেড়ে আসবেন, সেটা তৈরি করছেন।
গান ৩৮ এবং প্রার্থনা