পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—পুনর্সাক্ষাৎ করার ভিত্তি স্থাপন করে
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: আমরা কোনো আগ্রহী ব্যক্তিকে খুঁজে পেলে তার সঙ্গে সেই সময় পুনর্সাক্ষাৎ করতে চাই, যখন তিনি ঘরে থাকেন যাতে আমরা সত্যের যে-বীজ বপন করেছি, তাতে জল সেচন করতে পারি। (১ করি. ৩:৬) এটা করার জন্য প্রায়ই যে-বিষয়টা প্রয়োজন হয় তা হল, চলে আসার আগে পুনর্সাক্ষাৎ করার জন্য সময় নির্ধারণ করা। সেইসঙ্গে পরের বার আলোচনা করার জন্য একটা প্রশ্ন ছেড়ে আসা ভালো। এটা পুনরায় সাক্ষাৎ করার জন্য গৃহকর্তার আগ্রহকে বাড়িয়ে তুলবে এবং যে-প্রকাশনাটা আমরা তাকে দিয়েছি, তাতে যদি সেই প্রশ্নের উত্তরটা থাকে, তাহলে তিনি হয়তো তা পড়তে আগ্রহী হবেন। এভাবে ভিত্তি স্থাপন করা পুনর্সাক্ষাৎ করাকে সহজ করে তোলে কারণ কী নিয়ে কথা বলবেন, তা ইতিমধ্যেই স্থির করা হয়ে গিয়েছে এবং আলোচনার বিষয়বস্তুর সঙ্গে গৃহকর্তা পরিচিত আছেন। পুনর্সাক্ষাৎ করার সময় আমরা তাকে বলতে পারি যে, আগের বার যে-প্রশ্নটা ছেড়ে গিয়েছিলাম সেটার উত্তর দেওয়ার জন্য আমরা এসেছি আর এরপর আলোচনা চালিয়ে যেতে পারি।
এই মাসে এটা করার চেষ্টা করুন:
পরিচর্যার জন্য উপস্থাপনা প্রস্তুত করার সময় ছেড়ে আসার মতো একটা প্রশ্নও তৈরি করুন। আপনি যে-প্রকাশকদের সঙ্গে কাজ করছেন, তাদেরকে সেই প্রশ্নটার বিষয়ে বলুন।