খ্রিস্টীয় জীবনযাপন
পরিচর্যায় আমাদের দক্ষতা বৃদ্ধি করা—একটা পুনর্সাক্ষাৎ করা
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: রাজ্যের বার্তার প্রতি আগ্রহ দেখিয়েছে এমন অনেক লোক ঈশ্বর সম্বন্ধে সত্য জানার জন্য অন্বেষণ করছে। (যিশা ৫৫:৬) তারা যাতে উন্নতি করে সেই উদ্দেশ্যে তাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের বার বার তাদের কাছে ফিরে যেতে হবে। লোকেরা যেহেতু ভিন্ন ভিন্ন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়, তাই তাদের আগ্রহ গড়ে তোলার জন্য আমাদের উপায়ও ভিন্ন হবে। তবে, আমরা সেই সময়ে আরও বেশি ফল লাভ করব, যদি আমরা উত্তমভাবে প্রস্তুতি নিই এবং প্রতিটা সাক্ষাতের জন্য একটা লক্ষ্য স্থির করি। আর আমাদের চূড়ান্ত লক্ষ্য হল একটা বাইবেল অধ্যয়ন শুরু করা।
যেভাবে এটা করা যায়:
যত দ্রুত সম্ভব পুনর্সাক্ষাৎ করার চেষ্টা করুন, সম্ভব হলে কয়েক দিনের মধ্যে।—মথি ১৩:১৯
বন্ধুত্বপরায়ণ হোন ও সম্মান দেখান। স্বাভাবিক কথাবার্তা বলার চেষ্টা করুন
আন্তরিক সম্ভাষণ জানিয়ে শুরু করুন। সেই ব্যক্তির নাম উল্লেখ করে কথা বলুন। তাকে স্মরণ করিয়ে দিন, কেন আপনি আবারও ফিরে এসেছেন—হতে পারে একটা প্রশ্নের উত্তর দিতে, নতুন কোনো পত্রিকা অর্পণ করতে, আমাদের ওয়েবসাইট দেখাতে, একটা ভিডিও দেখাতে কিংবা বাইবেল অধ্যয়নের একটা নমুনা দেখাতে। তিনি যদি অন্য কোনো বিষয়ে আগ্রহ প্রকাশ করেন, তা হলে আপনার মন্তব্যে রদবদল করুন।—ফিলি ২:৪
শাস্ত্র থেকে কোনো বিষয় আলোচনা করার মাধ্যমে আর হয়তো কোনো প্রকাশনা অর্পণ করার মাধ্যমে তার হৃদয়ে রোপিত সত্যের বীজে জল দিন। (১করি ৩:৬) তার সঙ্গে উত্তম সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা করুন
পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন