১৫ সেপ্টেম্বর সপ্তাহের তালিকা
১৫ সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৮ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ৫ অনু. ২১, ২২, পরিশিষ্ট পৃষ্ঠা ২০৬-২০৮ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: গণনাপুস্তক ২৬-২৯ (১০ মিনিট)
নং. ১: গণনাপুস্তক ২৭:১৫–২৮:১০ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: কীভাবে মন্দতা শুরু হয়েছিল?—সুসমাচার পৃষ্ঠা ১৬ অনু. ১-২ (৫ মিনিট)
নং. ৩: যারা যিহোবার প্রেমে অবস্থিতি করে, তাদেরকে তিনি কীভাবে পুরস্কৃত করবেন?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৯২ অনু. ২০–পৃষ্ঠা ১৯৩ অনু. ২৩ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১৫ মিনিট: আমরা কী সম্পাদন করেছি? পরিচর্যা অধ্যক্ষ বক্তৃতা দেবেন। গত পরিচর্যা বছরে মণ্ডলীর কার্যকলাপ পুনরালোচনা করুন, যেটার অন্তর্ভুক্ত আগস্ট মাসের বিশেষ অভিযান। যে-উত্তম কাজগুলো সম্পাদন করা হয়েছে, সেগুলোর ওপর মনোযোগ দিন ও যথোপযুক্ত প্রশংসা করুন। আগস্ট মাসে তাদের কোনো ভালো অভিজ্ঞতা হয়ে থাকলে, সেটা বলার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান এবং এমন একজন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যিনি তার পরিচর্যাকে বৃদ্ধি করেছেন। চলতি পরিচর্যা বছরে মণ্ডলী পরিচর্যায় উন্নতি করার জন্য কাজ করতে পারে, এমন একটা বা দুটো দিক সম্বন্ধে উল্লেখ করে শেষ করুন এবং উন্নতি করার বিষয়ে ব্যাবহারিক পরামর্শ দিন।
১৫ মিনিট: “ভাববাদীদের অনুকরণ করুন—নহূম।” প্রশ্নোত্তর।
গান ৪৯ এবং প্রার্থনা