ভাববাদীদের অনুকরণ করুন—নহূম
১. নহূমের বই থেকে আমরা কোন শিক্ষা লাভ করি?
১ নহূমের ভবিষ্যদ্বাণী অনুসারে প্রাচীন নীনবী নগরের ধ্বংসাবশেষ দেখায় যে, যিহোবা তাঁর শত্রুদের বিরুদ্ধে পদক্ষেপ নেন আর কোনো হিংস্র প্রতিপক্ষই তাঁর বিরুদ্ধে দাঁড়াতে পারে না। (নহূম ১:২, ৬) নহূমের ভবিষ্যদ্বাণীর সঙ্গে ভালোভাবে পরিচিত হওয়া আমাদেরকে পরিচর্যার বিষয়ে বিভিন্ন শিক্ষা প্রদান করে।
২. কীভাবে আমরা আমাদের বার্তাকে ইতিবাচক রাখতে পারি?
২ সান্ত্বনা এবং আশা প্রদান করুন: নহূম বইটা প্রথম বার পড়লে এটাকে কেবল প্রাচীন অশূরের সমৃদ্ধশালী রাজধানী নীনবীর বিরুদ্ধে এক বিচারের বার্তা ঘোষণা বলে মনে হতে পারে। (নহূম ১:১; ৩:৭) যা-ই হোক, যিহোবার লোকেদের জন্য এটা ছিল এক খুশির বার্তা। নহূম যার নামের অর্থ হল “সান্ত্বনাকারী,” তিনি তার সহযিহুদিদের এই আশ্বাস দিয়েছিলেন যে, তাদের শত্রুরা শীঘ্রই উচ্ছিন্ন হবে! নহূম আবারও বলেছিলেন যে, যিহোবা হলেন ‘সঙ্কটের দিনে দুর্গের’ মতো। (নহূম ১:৭) আমরা যখন প্রচার করি, তখন আমরাও সুসমাচার বা ইতিবাচক খবর বন্টন করি এবং অন্যদেরকে যিহোবাতে আশ্রয় নেওয়ার জন্য উৎসাহিত করি।—নহূম ১:১৫.
৩. কীভাবে আমরা উদাহরণ এবং দৃষ্টান্ত ব্যবহার করার ক্ষেত্রে নহূমকে অনুকরণ করতে পারি?
৩ উদাহরণ এবং দৃষ্টান্ত ব্যবহার করুন: নীনবীর ধ্বংসকে মিশরের দিবিস (নো-আমোন) শহরের ধ্বংসের সঙ্গে তুলনা করার জন্য যিহোবা নহূমকে অনুপ্রাণিত করেছিলেন, যে-শহরটা পূর্বে অশূরীয়রাই ধ্বংস করেছিল। (নহূম ৩:৮-১০) আমরা যখন কোনো ব্যক্তির সঙ্গে এই দুষ্ট বিধিব্যবস্থার ধ্বংস সম্বন্ধে কথা বলি, তখন আমরা বাইবেলের সেই ভবিষ্যদ্বাণীগুলোর ওপর জোর দিতে পারি, যেগুলো প্রমাণ দেয় যে, যিহোবা তাঁর প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণ করেন। যেমন, খ্রিস্টপূর্ব ৬৩২ সালে বাবিলীয় এবং মাদীয়রা যখন নীনবী নগর আক্রমণ করেছিল, তখন প্রচণ্ড বৃষ্টির কারণে টাইগ্রিস নদী প্লাবিত হয়ে গিয়েছিল এবং এর ফলে নগরের অভেদ্য দেওয়ালের একটা অংশ ভেঙে পড়েছিল। যিহোবার ভবিষ্যদ্বাণী অনুযায়ী তারা অল্প সময়ের মধ্যেই নীনবীকে পরাজিত করেছিল।—নহূম ১:৮; ২:৬.
৪. কীভাবে আমরা পরিচর্যায় স্পষ্ট এবং সহজসরলভাবে কথা বলতে পারি?
৪ স্পষ্ট এবং সহজসরলভাবে বলুন: বর্ণনামূলক এবং নাটকীয়ভাবে নহূম এই বিবরণ লিখেছিলেন। তার বিষয়বস্তু ছিল স্পষ্ট। (নহূম ১:১৪; ৩:১) একইভাবে আমরাও এমন ভাষা ব্যবহার করতে চাই, যা সহজে বোঝা যায়। (১ করি. ১৪:৯) প্রথম সাক্ষাতেই গৃহকর্তাকে স্পষ্টভাবে বলুন যে, আপনি কেন এসেছেন। আপনি যাদেরকে বাইবেল অধ্যয়ন করান, তাদেরকে যিহোবা ও তাঁর বাক্যের ওপর বিশ্বাস গড়ে তুলতে আর সেইসঙ্গে কীভাবে সেই তথ্য ব্যক্তিগতভাবে তারা কাজে লাগাতে পারে, তা উপলব্ধি করতে সাহায্য করুন।—রোমীয় ১০:১৪.
৫. নহূমের ভবিষ্যদ্বাণী থেকে আমরা কোন সান্ত্বনা লাভ করি?
৫ তার নিজের নামে লেখা বাইবেলের নহূম নামক বইটা স্পষ্টভাবে দেখায়, যিহোবার বাক্য যে অবশ্যই পরিপূর্ণ হবে, সেই বিষয়ে নহূমের সম্পূর্ণ আস্থা ছিল। শয়তানের বিধিব্যবস্থার ধ্বংস যত এগিয়ে আসছে, ততই আমরা ঐশিক আদেশ থেকে এই সান্ত্বনা লাভ করি যে, “দ্বিতীয় বার সঙ্কট উপস্থিত হইবে না।”—নহূম ১:৯.