২৯ সেপ্টেম্বর সপ্তাহের তালিকা
২৯ সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১২ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ৬ অনু. ৭-১৪ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: গণনাপুস্তক ৩৩-৩৬ (১০ মিনিট)
নং. ১: গণনাপুস্তক ৩৩:২৪-৪৯ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: কেন ঈশ্বর এখনও পর্যন্ত দুঃখকষ্ট থাকতে দিয়েছেন?—সুসমাচার পৃষ্ঠা ১৬ অনু. ৪–পৃষ্ঠা ১৭ অনু. ১ (৫ মিনিট)
নং. ৩: কেন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খোঁজা উচিত?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৮ অনু. ১–পৃষ্ঠা ৯ অনু. ৫ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১০ মিনিট: মাসের প্রথম শনিবারে একটা বাইবেল অধ্যয়ন শুরু করুন। আলোচনা। ৪ পৃষ্ঠায় নমুনা হিসাবে দেওয়া উপস্থাপনাটা ব্যবহার করে, কীভাবে অক্টোবর মাসের প্রথম শনিবারে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা যেতে পারে, তা দেখান। সকলকে অংশ নিতে উৎসাহ দিন।
১০ মিনিট: আমরা কী শিখতে পারি? আলোচনা। প্রেরিত ৪:১৩ এবং ২ করিন্থীয় ৪:১, ৭ পদ পড়ুন। কীভাবে এই পদগুলো পরিচর্যায় আমাদেরকে সাহায্য করতে পারে, তা বিবেচনা করুন।
১০ মিনিট: প্রাচীনগোষ্ঠীর কোঅর্ডিনেটরের সাক্ষাৎকার নিন। আপনাকে কোন কোন কাজ করতে হয়? পরিচর্যা সভায় কে কোন বিষয়টা উপস্থাপন করবেন, তা নির্ধারণ করার জন্য আপনি কোন বিষয়গুলো বিবেচনা করেন? কেন কোঅর্ডিনেটরকে মণ্ডলীর অথবা প্রাচীনগোষ্ঠীর প্রধান বলে বিবেচনা করা হয় না?
গান ৪ এবং প্রার্থনা