৬ অক্টোবর সপ্তাহের তালিকা
৬ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৩ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ৬ অনু. ১৫-২০ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ১-৩ (১০ মিনিট)
নং. ১: দ্বিতীয় বিবরণ ২:১৬-৩০ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: ঈশ্বরের ধৈর্য আমাদের কী করার সুযোগ করে দিয়েছে?—সুসমাচার পৃষ্ঠা ১৭ অনু. ২ (৫ মিনিট)
নং. ৩: ঈশ্বর কি চিন্তা করেন না আর তাঁর কি সহানুভূতি নেই?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৯ অনু. ৬–পৃষ্ঠা ১১ অনু. ১০ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১০ মিনিট: অক্টোবর মাসে পত্রিকা অর্পণ করুন। আলোচনা। এই পৃষ্ঠায় নমুনা হিসাবে দেওয়া উপস্থাপনাটা ব্যবহার করে কীভাবে অক্টোবর থেকে ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকাটা অর্পণ করা যেতে পারে, সেই বিষয়ে আলোচনার শুরুতেই একটা নমুনা দেখান। তারপর নমুনা হিসাবে দেওয়া উপস্থাপনাটা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করুন।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: আমাদের কী অভিজ্ঞতা হয়েছে? আলোচনা। “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—পুনর্সাক্ষাৎ করার ভিত্তি স্থাপন করে” শিরোনামের প্রবন্ধ থেকে বিষয়গুলোকে কাজে লাগানোর ফলে প্রকাশকরা যেভাবে উপকৃত হয়েছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদের আমন্ত্রণ জানান। শ্রোতারা যে-চমৎকার অভিজ্ঞতাগুলো লাভ করেছে, তা তাদের বলতে বলুন।
গান ৫২ এবং প্রার্থনা