১০ নভেম্বর সপ্তাহের তালিকা
১০ নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩০ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ৮ অনু. ১১-২১ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ১৯-২২ (১০ মিনিট)
নং. ১: দ্বিতীয় বিবরণ ২২:২০-৩০ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: আপনি যদি বিয়েতে সুখী না হয়ে থাকেন, তাহলে আপনার কি আপনার সাথিকে পরিত্যাগ করা উচিত?—সুসমাচার পৃষ্ঠা ১৮ অনু. ৪ (৫ মিনিট)
নং. ৩: ঈশ্বরের নিকটবর্তী হওয়া কি সম্ভব?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৫ অনু. ১৮-পৃষ্ঠা ১৭ অনু. ২৪ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১০ মিনিট: পরিচর্যা অধ্যক্ষের সাক্ষাৎকার নিন। আপনার কার্যভারের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত? কোনো পরিচর্যা দল পরিদর্শন করার সময় আপনি কোন বিষয়টা সম্পাদন করার চেষ্টা করেন? আপনার পরিদর্শন থেকে দলের সদস্যরা কীভাবে সর্বোত্তম উপকার লাভ করতে পারে? যে-প্রকাশকরা পরিচর্যার নির্দিষ্ট কোনো দিকে সাহায্য লাভ করার জন্য আপনার কাছে আসে, তাদের আপনি কীভাবে সহযোগিতা করে থাকেন? ক্ষেত্রে আক্রমণ এড়িয়ে চলার জন্য আপনি কীভাবে প্রকাশকদের প্রশিক্ষণ দিচ্ছেন?
২০ মিনিট: “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ব্যক্তিগত আগ্রহ দেখানো।” আলোচনা। প্রবন্ধ আলোচনার করার পর দুই অংশের একটা নমুনা দেখান। প্রথম নমুনায়, প্রকাশক কোনো ব্যক্তিগত আগ্রহ না দেখিয়েই মাসের অর্পণ তুলে ধরবেন। পরের নমুনায়, আবারও একই পরিস্থিতি তুলে ধরা হবে, তবে এই বার প্রকাশক ব্যক্তিগত আগ্রহ দেখাবেন।
গান ২৫ এবং প্রার্থনা