পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ব্যক্তিগত আগ্রহ দেখানো
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: যিশু লোকেদেরকে আলাদা আলাদা ব্যক্তি হিসেবে গণ্য করে তাদের প্রতি প্রেমের সঙ্গে ব্যক্তিগত আগ্রহ দেখিয়েছিলেন। উদাহরণ স্বরূপ, একবার একজন বধির ব্যক্তিকে যিশুর কাছে নিয়ে আসার পর তিনি সম্ভবত বুঝতে পেরেছিলেন, সেই ব্যক্তি অস্বস্তিবোধ করছেন। তাই তাকে সুস্থ করার সময়, তিনি সেই ব্যক্তিকে বিরলে অর্থাৎ ভিড়ের মধ্য থেকে দূরে নিয়ে গিয়েছিলেন। (মার্ক ৭:৩১-৩৫) তিনি তাঁর শিষ্যদের সীমাবদ্ধতা উপলব্ধি করে এবং তাদেরকে অনেক তথ্য প্রদান করার মাধ্যমে ভারগ্রস্ত না করে, তাদের প্রতি বিবেচনা দেখিয়েছিলেন। (যোহন ১৬:১২) এমনকী যিশু তাঁর স্বর্গীয় অবস্থান থেকেও ব্যক্তিগত আগ্রহ দেখিয়েছিলেন। (২ তীম. ৪:১৭) খ্রিস্টের অনুসারী হিসেবে, আমরা তাঁকে অনুকরণ করতে চাই। (১ পিতর ২:২১; ১ যোহন ৩:১৬, ১৮) এ ছাড়া, আমরা যদি গৃহকর্তার প্রতি বিবেচনা দেখাই এবং তার স্বতন্ত্র পরিস্থিতি, তার আগ্রহের বিষয় এবং তার চিন্তার বিষয় লক্ষ করি, তাহলে আমাদের পরিচর্যা আরও কার্যকরী হবে। যখন তিনি বুঝতে পারবেন, আমরা কেবল কোনো বার্তা জানানোর অথবা কোনো সাহিত্য অর্পণ করার জন্য অভিযান চালাচ্ছি না বরং আমরা তার ব্যাপারে আগ্রহী, তখন তিনি হয়তো আমাদের কথা শুনবেন।
এই মাসে এটা করে দেখুন:
গৃহকর্তার মন্তব্যের সঙ্গে নিজের উপস্থাপনাকে কীভাবে খাপ খাইয়ে নেওয়া যায়, তা শেখার জন্য পারিবারিক উপাসনার সময় অথবা প্রচারে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় যে-প্রকাশকের সঙ্গে কাজ করছেন তার সঙ্গে মহড়া করুন।
ক্ষেত্রের পরিচর্যা সভা পরিচালনা করার সময় মাঝে মাঝে পরিচালক ভাই, যে-সমস্ত উপায়ে ব্যক্তিগত আগ্রহ দেখানো যায়, সেই বিষয়ে আলোচনা করতে অথবা নমুনা দেখাতে পারেন।