১৪ সেপ্টেম্বর সপ্তাহের তালিকা
১৪ সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২০ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
‘ঈশ্বরের প্রেম’ ৫২-৫৫ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ২ রাজাবলি ১৬-১৮ (৮ মিনিট)
নং ১: ২ রাজাবলি ১৭:১২-১৮ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং ২: আপনার যা রয়েছে, সেগুলো আপনি কীভাবে ব্যবহার করতে পারেন?—হিতো. ২১:১৭; ২২:৭; লূক ১৪:২৮-৩০ (৫ মিনিট)
নং ৩: আমরা কি “শেষ কালে” বাস করছি?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৮৬ অনু. ১-পৃষ্ঠা ৯০ অনু. ৯ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: ‘সুসমাচারের পক্ষে [“পুঙ্খানুপুঙ্খ,” NW] সাক্ষ্য দিন।’ —প্রেরিত ২০:২৪.
১০ মিনিট: ‘সুসমাচারের পক্ষে [“পুঙ্খানুপুঙ্খ,” NW] সাক্ষ্য দিন।’ এই মাসের মূলভাবের উপর এবং ২০০৮ সালের ১৫ ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ১৬-১৯ পৃষ্ঠার ৩-১২ অনুচ্ছেদের উপর ভিত্তি করে বক্তৃতা।—প্রেরিত ২০:২৪.
২০ মিনিট: “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ব্যাবসায়িক এলাকায় সাক্ষ্য দেওয়া।” আলোচনা। সংক্ষেপে দুই অংশের একটা নমুনা তুলে ধরুন। প্রথমে দেখান যে, একজন প্রকাশক এক ব্যাবসায়ীর কাছে সাক্ষ্য দেওয়ার সময় উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করছেন না। পরের নমুনায়, আবারও একই পরিস্থিতি তুলে ধরুন, কিন্তু এই বার প্রকাশক উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করছেন। তারপর, শ্রোতাদের এই বিষয়ে মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানান যে, কেন দ্বিতীয় উপস্থাপনাটা আরও কার্যকরী।
গান ৪৪ এবং প্রার্থনা